Kashmir Pahalgam News : কাশ্মীরের এত জায়গার মধ্যে হঠাৎ কেন জঙ্গিদের নিশানায় পহেলগাঁও? বিশেষ কোনও সুবিধা?
' এখানে অস্ত্র ফেলে দিয়ে পালানো বা ভিজডে মিশে যাওয়াও কঠিন নয়। এছাড়া এই জায়গা থেকে অন্য জেলায় ঢুকে যাওয়ার রাস্তাও সোজা। '

কাশ্মীরের পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ২৬ জন পর্যটকের। যার মধ্য়ে রয়েছেন কলকাতার একজন। এই মরসুমে পর্যটকে ভরা থাকে ছবির মতো সুন্দর পহেলগাঁও। সেই কারণেই কি দক্ষিণ কাশ্মীরের এই এলাকাকে টার্গেট করল জঙ্গিরা? কারণটা কী? এখানে কি সুরক্ষাবলয় ভেদ করা সহজ কাজ ছিল ?
কাশ্মীর ভ্রমণে গেলে পহেলগাঁও মাস্ট ভিজিট প্লেস । এমন নয়নভুলানো প্রকৃতির রূপ .. প্রকৃতি যেন সব উজার করে দিয়েছে এখানে। তুলিয়ান লেক থেকে বেতাব ভ্যালি, বৈশরণ ভ্যালি থেকে Vale of kashmir...তালিকা দীর্ঘ। এই জায়গাটিকে মিনি সুইৎজারল্য়ান্ড বলেন স্থানীয়রা। তাই তো গরমে পর্যটকদের অন্যতম পছন্দের জায়গাও এই পহেলগাঁও। প্রত্যেক বছরের মতো এবারও সেখানে ভিড় জমিয়েছিলেন পর্যটকরা। কিন্তু তাঁরাই যে জঙ্গিদের ভয়ঙ্কর হামলার মুখে পড়বে, তা কে জানত! গত কয়েক বছরের কাশ্মীর ভ্রমণের হিড়িক বেড়েছে। প্রতি বছরই লাফিয়ে লাফিয়ে বাড়ছে পর্যটকদের সংখ্যা। বিশেষত এই টিউলিপের মরসুমে। আর তাই বেছে বেছে এই মরসুমটাকেই বেছে নেওয়া হল কি ?
ব্রিগেডিয়ার দেবাশিস দাসের ধারণা, টার্গেটের লোকেশনটি একটু ওপরের দিকে। এখানে হয় হেঁটে বা ঘোড়ায় চড়ে যেতে হয়। জঙ্গিরা য়ত মনে করেছিল, এখানে হামলা হলে সিকিউরিটি ফোর্স সহজে পৌঁছে যেতে পারবে না। তার আগেই গা ঢাকা দিতে পারবে তারা। হলও ঠিক তাই। এছাড়া পাহাড়ের ঢাল বেয়ে গভীর জঙ্গল। লুকিয়ে পড়া সহজ। এখানে অস্ত্র ফেলে দিয়ে পালানো বা ভিজডে মিশে যাওয়াও কঠিন নয়। এছাড়া এই জায়গা থেকে অন্য জেলায় ঢুকে যাওয়ার রাস্তাও সোজা।
ব্রিগেডিয়ার দেবাশিস দাস মনে করছেন, এখানকার পরিস্থিতি এমনই সহজে জঙ্গিদের ধরা নাও যেতে পারে। পাকিস্তান চায় না কাশ্মীয়ে পর্যটকরা আসুক। তাহলেই পাকিস্তানের স্বার্থসিদ্ধি হবে।
কাশ্মীরেরের ইতিহাসে পর্যটকদের ওপর হামলার এটা অন্য়তম ভয়ঙ্কর ঘটনা! ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করেছে পাক ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সহযোগি সংগঠন TRF। যা স্বাভাবিকভাবেই কাশ্মীরের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। যদি আগেই নিরাপত্তাবাহিনীর কাছে, এমন হামলা ঘটতে পারে বলে পূর্বাভাস থেকে থাকে, তাহলে কেন ব্যবস্থা নেওয়াা গেল না ? নিরাপত্তায় কোনও ফাঁক ছিল কি ? প্রশ্ন তুলছেন বিরোধীরা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
