Winter Update: হঠাৎ ছন্দপতন, বছর শেষে ফিরবে কি শীতের আমেজ?
Weather Update: বরফে ঢাকা কাশ্মীর (Kashmir)। ঠান্ডায় কাঁপছে দিল্লি (Delhi)। কলকাতায় ‘উষ্ণ’ শীত। একদিকে, দিল্লি-সহ উত্তর ভারতের একাংশে হাড় কাঁপানো ঠান্ডা।
কলকাতা: রেকর্ড গড়ল মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা। গত ৫০ বছরে ডিসেম্বর মাসের দ্বিতীয়ার্ধে এমন উষ্ণতম দিন দেখেনি কলকাতা (Kolkata)। জানাল আলিপুর আবহাওয়া দফতর। তবে কাল থেকে রাজ্যে হাওয়া বদল হবে। বছর শেষে ফিরতে পারে শীতের (Winter) আমেজ। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে ১৫ ডিগ্রির নিচে নেমে যেতে পারে কলকাতা তাপমাত্রা।
মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা: বরফে ঢাকা কাশ্মীর (Kashmir)। ঠান্ডায় কাঁপছে দিল্লি (Delhi)। কলকাতায় ‘উষ্ণ’ শীত। একদিকে, দিল্লি-সহ উত্তর ভারতের একাংশে হাড় কাঁপানো ঠান্ডা। বরফে ঢেকেছে ভূস্বর্গ কাশ্মীর। আরেকদিকে, ভরা পৌষেও রাজ্যে উধাও শীত। গায়ে শীতের পোশাক রাখার জো নেই। মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতরের পরিসংখ্যান বলছে, গত ৫০ বছরে ডিসেম্বর মাসের ১৫ থেকে ৩১-তারিখের মধ্যে এমন উষ্ণতম দিন দেখেনি কলকাতা। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা গত অর্ধ শতকে ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে সর্বাধিক।
একনজরে আবহাওয়ার পূর্বাভাস
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
28-Dec | 17.0 | 28.0 | ভোরে কুয়াশা, পরে মেঘলা আকাশ | |
29-Dec | 14.0 | 26.0 | পরিষ্কার আকাশ | |
30-Dec | 15.0 | 25.0 | পরিষ্কার আকাশ | |
31-Dec | 16.0 | 25.0 | পরিষ্কার আকাশ | |
01-Jan | 16.0 | 26.0 | পরিষ্কার আকাশ | |
02-Jan | 17.0 | 27.0 | পরিষ্কার আকাশ |
আবহবিদরা বলছেন, উত্তুরে হাওয়া বাধা পাওয়ার পাশাপাশি, দখিনা বাতাস ঢুকতে শুরু করায় জলীয় বাষ্প তৈরি হওয়ার কারণে কয়েকদিন ধরেই তাপমাত্রা বাড়ছে। তবে বুধবার দুপুরের পর থেকেই রাজ্যে হাওয়া বদল হবে। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে ফের নামবে পারদ। বছর শেষে কনকনে ঠান্ডা না থাকলেও, ফিরবে শীতের আমেজ। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় মঙ্গলবার বাগডোগরায় বিমান পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে। বাগডোগরাগামী ৭টি বিমানকে কলকাতা বিমানবন্দরে অবতরণ করানো হয়। দুপুর ১টার পর ফের শুরু হয় বিমান চলাচল।
আরও পড়ুন: North 24 Parganas Weather: ১৮ বছর পর উষ্ণতম ডিসেম্বর, আজ কেমন উত্তর ২৪ পরগনার আবহাওয়া?