Howrah News: হাওড়া পুরসভার গেটের কাছে ত্রিফলা আলোতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মহিলার মৃত্যু
Electrocuted Death: আজ রাত পৌনে দশটা নাগাদ ঘটনাটি ঘটে হাওড়া ময়দান (Howrah Maidan) চত্বরে। ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া থানার পুলিশ (Howrah Police) এবং সিইএসসির (CESC) ইঞ্জিনিয়াররা।
সুনীত হালদার, হাওড়া: হাওড়া পুরসভার (Howrah Municipality) গেটের কাছে ত্রিফলা আলোতে বিদ্যুৎস্পৃষ্ট (Electrostatic) হয়ে এক মহিলার মৃত্যু। আজ রাত পৌনে দশটা নাগাদ ঘটনাটি ঘটে হাওড়া ময়দান (Howrah Maidan) চত্বরে। ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া থানার পুলিশ (Howrah Police) এবং সিইএসসির (CESC) ইঞ্জিনিয়াররা। সিইএসই সূত্রে খবর বৃষ্টির সময় ল্যাম্পপোস্ট হাত লাগার ফলে ওই মহিলার মৃত্যু হয়। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মহিলার মৃত্যু: লক্ষ্মীবারেই সম্ভবত বঙ্গের বর্ষালাভ। আর তার আগেই এদিন রাতে ভিজল দক্ষিণবঙ্গের একাংশ। কলকাতার একাংশে ঝোড়ো হাওয়া, বিক্ষিপ্ত বৃষ্টি হয়। উত্তর ২৪ পরগনা, বীরভূম, হাওড়া, হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। আর এরই মাঝে ঘটল বিপত্তি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন এক মহিলা। এদিন রাত ৯টা নাগাদ হাওড়ার বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টি শুরু হয়। রাত পৌনে দশটা নাগাদ ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎই দেহের ভারসাম্য হারিয়ে ফেলেন। সাহায্যার্থে ত্রিফলা ধরেন তিনি। সেই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যু হয়। ওই ফুটপাতের পাশেই রাস্তায় জল ছিল। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই জলে ছিটকে পড়েন মহিলা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এদিন রাতেই দেহ তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। আগামীকাল থেকে ত্রিফলা বন্ধ রাখা হবে বলে পুরসভা সূত্রে খবর।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এ বছর দেরিতে এলেও অবশেষে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে পা রাখতে চলেছে বর্ষা। বুধবারও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি ছাড়া দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় অন্তত তাপমাত্রা কমার বিশেষ সম্ভাবনা নেই। বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। এ বছর নির্ধারিত সময়ের আগেই উত্তরবঙ্গে চলে এসেছে বর্ষা। তবে দক্ষিণবঙ্গে বর্ষা আসার নির্ধারিত সময় ১১ জুন পেরিয়ে গেছে। ফলে এবার দক্ষিণে বর্ষা বিলম্বেই। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আগামী ৫ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পঙে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার প্রেক্ষিতে ধস নামতে পারে বলে সতর্ক করে দিয়েছে আবহাওয়া দফতর। প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গে একাধিক নদীতে জলস্তর বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন: Weather Update: অবশেষে স্বস্তি! বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কিছু অংশে বর্ষা ঢোকার সম্ভাবনা