(Source: ECI/ABP News/ABP Majha)
Weather Update: অবশেষে স্বস্তি! বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কিছু অংশে বর্ষা ঢোকার সম্ভাবনা
West Bengal Weather Update: উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের (South Bengal) কিছু অংশে বর্ষা (Monsoon) ঢোকার সম্ভাবনা। উত্তরবঙ্গে (North Bengal) ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast)। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস।
View this post on Instagram
অবশেষে দক্ষিণবঙ্গে পা রাখছে বর্ষা: অসহ্য গরম থেকে অবশেষে মুক্তি। আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবারই দক্ষিণবঙ্গে পা রাখতে চলেছে বর্ষা। তবে তার আগে আজ ও কাল দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে ১৬ জুন গোটা উত্তরবঙ্গই প্রভাব বিস্তার করবে মৌসুমী বায়ু। ওই দিন থেকেই উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। দার্জিলিং এবং কালিম্পঙে ভূমি ধসের আশঙ্কাও রয়েছে। প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গে একাধিক নদীতে জলস্তর বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার নির্ধারিত সময় ১১ জুন। সেদিক থেকে বর্ষা এবার লেট রান করছে। তবে দেরিতে হলেও বর্ষা ঢোকার খবরেই মিলেছে স্বস্তি। অন্যদিকে, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫ দিন উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: Roddur Roy Update: রোদ্দুর রায়ের বিরুদ্ধে নতুন মামলা রুজু, ফের ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ