Train Cancelled: চলবে কাজ, শিয়ালদায় আপ ও ডাউনে বাতিল একাধিক ট্রেন
পার্ক সার্কাস স্টেশনে তৈরি হবে ফুটওভার ব্রিজ। তার জন্য আজ ও কাল রাত ১০টা ৪০ থেকে সকাল ৬টা ৪০ পর্যন্ত বাতিল করা হয়েছে শিয়ালদা সাউথ সেকশনের একাধিক আপ ও ডাউন লোকাল ট্রেন।
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: শনিবার শিয়ালদার (Sealdah) সাউথ সেকশনে বাতিল থাকছে একাধিক লোকাল। পার্ক সার্কাস (Park Circus) স্টেশনে ফুটওভার ব্রিজ তৈরির জন্য শনিবার ও রবিবার রাত ১০টা ৪০ থেকে সকাল ৬টা ৪০ পর্যন্ত বাতিল থাকছে একাধিক আপ ও ডাউন লোকাল ট্রেন (Local Train)। রেলের তরফে জানানো হয়েছে, আপের বেশকিছু ট্রেন বালিগঞ্জ (Ballyganj) পর্যন্ত চলবে। ডাউনের বেশকিছু ট্রেন বালিগঞ্জ থেকে ছাড়বে।
পার্ক সার্কাস (Park Circus) স্টেশনে তৈরি হবে ফুটওভার ব্রিজ। তার জন্য আজ ও কাল রাত ১০টা ৪০ থেকে সকাল ৬টা ৪০ পর্যন্ত বাতিল করা হয়েছে শিয়ালদা সাউথ সেকশনের একাধিক আপ ও ডাউন লোকাল ট্রেন। দুর্ভোগের আশঙ্কায় যাত্রীরা।
শনিবার ও রবিবার শিয়ালদা সাউথ সেকশনে বাতিল একাধিক লোকাল ট্রেন। কারণ, পার্ক সার্কাস স্টেশনে তৈরি হবে ফুটওভার ব্রিজ। পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, শনিবার ও রবিবার রাত ১০টা ৪০ থেকে সকাল ৬টা ৪০ পর্যন্ত বাতিল করা হয়েছে একাধিক আপ ও ডাউন লোকাল ট্রেন।
শনিবার বাতিল করা হয়েছে
- UP 34163 এবং DN 34164 বজবজ লোকাল।
- UP 34857 ও DN 34858 ডায়মন্ডহারবার লোকাল।
- UP 34757, DN 34752 লক্ষ্মীকান্তপুর এবং
- UP 34557 ও DN 34552 ক্যানিং লোকাল।
রবিবারও বাতিল করা হয়েছে বেশ কয়েকটি লোকাল ট্রেন
- সেগুলি হল, UP 34113 এবং DN 34114 বজবজ লোকাল।
- UP 34411 ও DN 34412 সোনারপুর লোকাল।
- UP 34511 এবং DN 34354 ক্যানিং লোকাল।
- UP 34711, 34715 এবং DN 34714, 34718 লক্ষ্মীকান্তপুর।
- UP 34611 ও DN 34612 বারুইপুর লোকাল। এবং
- UP 34815, DN 34818 ডায়মন্ডহারবার লোকাল।
এ ছাড়াও বেশ কিছু ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, আপ লাইনের বেশকিছু ট্রেন বালিগঞ্জ পর্যন্ত চলবে। ডাউন লাইনের বেশকিছু ট্রেন বালিগঞ্জ থেকে ছাড়বে। সব মিলিয়ে শনি-রবিবার হলেও দুর্ভোগে পড়তে হবে যাত্রীদের।
সিঙ্গুর ও নালিকুল স্টেশনের মাঝে ট্রাফিক, পাওয়ার ব্লক ও নন ইন্টারলকিংয়ের কাজ হবে। সেই কারণে জন্য় রবিবার সকাল ৮টা থেকে সোমবার বিকেল ৫টা পর্যন্ত এই দুটি স্টেশনের মাঝে কোনও ট্রেন চলাচল করবে না। এর জেরে বাতিল করা হয়েছে, হাওড়া-তারকেশ্বর, হাওড়া গোঘাট লাইনের একাধিক ট্রেন। ওই সময়ে, হাওড়া থেকে দিয়াড়া পর্যন্ত ৬টি ট্রেন আপ-ডাউন আসা যাওয়া করবে। অন্য়দিকে, হরিপাল থেকে তারকেশ্বর পর্যন্ত আরও ৬টি ট্রেন চলবে।
আরও পড়ুন: Jalpaiguri Accident: বিয়েবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা কালিম্পঙে, মৃত ৪