(Source: ECI/ABP News/ABP Majha)
Howrah News: সহকর্মীকে বাঁচাতে প্রাণ গেল যুবকের, মর্মান্তিক ঘটনা মৌরিগ্রাম ইন্ডিয়ান অয়েল ডিপোয়
Youth Dies While Saving Others:প্রাণ দিয়ে সহকর্মীকে বাঁচালেন এক যুবক। আজ সকালে মৌরিগ্রাম ইন্ডিয়ান অয়েল ডিপোর বাইরে ঘটনাটি ঘটে। মৃতের নাম সুমিত সাউ।
সুনীত হালদার, হাওড়া: প্রাণ দিয়ে সহকর্মীকে বাঁচালেন এক যুবক (Youth Saves Life)। আজ সকালে মৌরিগ্রাম ইন্ডিয়ান অয়েল ডিপোর (Mourigram Indian Oil Depot) বাইরে ঘটনাটি ঘটে। মৃতের নাম সুমিত সাউ। ঘটনার পর এলাকায় হইচই শুরু হয়।
কী ঘটেছিল?
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অয়েল ট্যাঙ্কার পরিষ্কার করছিলেন পেশায় গাড়িচালক বুবাই সাউ। সেই সময় ট্যাঙ্কারের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। অচৈতন্য অবস্থায় ভেতরে পড়ে যান। তাঁকে উদ্ধার করতে ছুটে আসেন ১৮ বছরের খালাসী সুমিত সাউ। ঘটনার কথা জানতে পেরে অন্য চালক এবং খালাসীরা ছুটে আসেন। তাঁরাই ট্যাঙ্কার থেকে দুজনকে উদ্ধার করে স্থানীয় নার্সিংহোমে নিয়ে যান। তবে সুমিতকে বাঁচানো যায়নি। বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় বুবাই সাউকে বেসরকারি নার্সিংহোম থেকে এসএসকেএম হাসপাতালে রেফার করা হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ। জানা গিয়েছে, মৌরিগ্রাম নিমতলার বাসিন্দা ছিলেন সুমিত। মৃত্যুর খবর পেয়ে তাঁর বাবা ধর্মেন্দ্র সাউ এবং পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। ছেলের মৃত্যুতে বাবা শোকস্তব্ধ। বুঝে উঠতে পারছেন না কী বলবেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান গ্যাস থেকে বিষক্রিয়ায় সুমিতের মৃত্যু হয়। বছরছয়েক আগে দুর্গাপুরের অন্ডালে দামোদর নদে ডুবে যাওয়া বন্ধুকে বাচাঁতে গিয়ে মৃত্যু হয়েছিল এক রেলকর্মীর। মৃতের নাম রামস্বরূপ মিনা। বছর ৩২-এর ওই যুবক পেশায় রেলকর্মী। সহকর্মী জানকী মিনাকে নিয়ে ঘটনার দিন সকালে দামোদর নদে স্নান করতে যান রামস্বরূপ। জানকীকে তলিয়ে যেতে দেখে জলে ঝাঁপ দেন তিনি জানকী জল থেকে উঠে এলেও তলিয়ে যান রামস্বরূপ। পরে তাঁর দেহ উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদের জন্য জানকীকে আটক করেছে অন্ডাল থানার পুলিশ। বছরদুয়েক আগে নদীতে ডুবতে থাকা বন্ধুকে বাঁচাতে গিয়ে ডুবে মৃত্যু হয়েছিল একাদশ শ্রেণীর এক ছাত্রের। ঘটনাটি ঘটে সালানপুর থানার বরাকর নদীর বৃন্দাবন ঘাটে। পুলিশ জানিয়েছে, রূপনারায়ণপুরের বাসিন্দা ছয় কিশোর আজ মাইথন সংলগ্ন বৃন্দাবন ঘাটে ঘুরতে যায়। সেখানে নদীতে স্নান করতে নামে সৌভিক নামে এক কিশোর। সে ডুবে যাচ্ছে দেখে তাকে বাঁচাতে জলে নেমে পড়ে যশরাজ তেওয়ারি ও আরও এক বন্ধু। তিনজনেই ক্রমে তলিয়ে যেতে থাকলে সেখানে উপস্থিত গ্রামবাসীরা উদ্ধারে নেমে পড়ে। তিনজনকেই উদ্ধার করা হয়। কিন্তু, যশরাজকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।
আরও পড়ুন:মোদিকে চিঠি ৯ বিরোধী দলের, তালিকায় রয়েছে TMC, নেই কংগ্রেস