GBS UK Graduation Ceremony:বিভিন্ন কোর্স থেকে গ্র্যাজুয়েট হলেন গ্লোবাল ব্যাঙ্কিং স্কুল UK-র প্রায় ২০০০ পড়ুয়া
Education News: এক সপ্তাহ আগে বার্মিংহাম, ম্যানচেস্টার এবং লিডস জুড়ে গ্লোবাল ব্যাঙ্কিং স্কুলের ১,৫০০ পড়ুয়া বার্মিংহামের সিম্ফনি হলে স্নাতক হন।

গ্র্যাজুয়েট হলেন গ্লোবাল ব্যাঙ্কিং স্কুলের প্রায় দু হাজার পড়ুয়া। বিভিন্ন কোর্স থেকে দু হাজার পড়ুয়া স্নাতক হলেন। বিভিন্ন ক্ষেত্রে কাজের জন্য যাঁদের নিজেদের সেরাটা দিতে পারাই লক্ষ্য।

এক সপ্তাহ আগে বার্মিংহাম, ম্যানচেস্টার এবং লিডস জুড়ে গ্লোবাল ব্যাঙ্কিং স্কুলের দেড় হাজার পড়ুয়া বার্মিংহামের সিম্ফনি হলে স্নাতক হন। ব্যবসা, স্বাস্থ্যসেবা, নির্মাণ এবং ডিজিটাল প্রযুক্তি ক্ষেত্রে NHD থেকে স্নাতক পর্যন্ত ডিগ্রি অর্জন করেছেন। ব্রিটেনের গ্লোবাল ব্যাঙ্কিং স্কুলের CEO জেমস কেনেডি জানিয়েছেন, "ছাত্রছাত্রীদের পাসের হার ঊর্ধ্বমুখী হাওয়ার জন্য আরও বেশি প্রভাব পড়ছে। অংশগ্রহণ বৃদ্ধি, দক্ষতার ঘাটতি মোকাবিলা এবং সবশেষে সমাজকে আরও বেশি গতিশীল করার জন্য কাজ করি। যার ফল আজ হাতেনাতে পাচ্ছি। এই সব ছাত্রছাত্রীরা স্থানীয়ভাবে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। পরবর্তীকালে যা জাতীয় স্তপরেও প্রভাব ফেলবে। ব্রিটেনের অর্থনীতির ক্ষেত্রে ব্যবসা, স্বাস্থ্যসেবা, নির্মাণ এবং ডিজিটাল প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে পড়ে পড়ুয়ারা কর্মসংস্থানেরও সুযোগ পাচ্ছে। যা দিনে দিনে আরও বাড়ছে। যাঁরা নিয়োগ করছেন তাঁদের ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন স্নাতক বেশি পছন্দের। আমরা এই চাহিদা পূরণের জন্য প্রস্তুত।''

অফিস ফর স্টুডেন্টস (OfS) এদিন ২০২৫ সালে তাদের NSS তথ্য প্রকাশ করেছে। যেখানে সব বিভাগের উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গিয়েছে। ‘Teaching on my Course’ বিভাগে ৯০ শতাংশ পড়ুয়া সন্তুষ্টি লক্ষ করা গিয়েছে। সামগ্রিকভাবে যা উচ্চশিক্ষা খাতের জন্য গড়ের চেয়ে ৩% বেশি। সার্ভেতে উঠে এসেছে GBS সমস্ত বিভাগে সেক্টর গড় থেকে উল্লেখযোগ্যভাবে উপরে রয়েছে। যেখানে সংস্থা ও ব্যবস্থাপনা ৮ শতাংশ বেশি এবং একাডেমিক সহায়তা রিপোর্ট করা গড় থেকে ৫ শতাংশ বেশি।
Education Loan Information:
Calculate Education Loan EMI






















