Affordable Education: কম খরচে উন্নত মানের শিক্ষা, বিশ্বের এই ৫টি দেশে ভারতীয় শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ
Education News: বদলে গিয়েছে শিক্ষার খরচ। বর্তমানে দেশে উন্নত মানের শিক্ষা বেশ ব্যয়বহুল হয়ে উঠেছে। শিক্ষা এখন শুধু ভারতেই নয়,গোটা বিশ্বেই ব্যয়বহুল।
Education News: বদলে গিয়েছে শিক্ষার খরচ। বর্তমানে দেশে উন্নত মানের শিক্ষা বেশ ব্যয়বহুল হয়ে উঠেছে। শিক্ষা এখন শুধু ভারতেই নয়,গোটা বিশ্বেই ব্যয়বহুল।এই কারণে কম আয়ের পারিবারিক ব্যাকগ্রাউন্ড থেকে আসা শিক্ষার্থীদের ভালো শিক্ষা পেতে অনেক বাধা পেতে হয়। সেই ক্ষেত্রে আপনি যদি একজন ভারতীয় ছাত্র হিসাবে বিদেশে পড়তে চান,তাহলে আপনার খরচ আরও বাড়তে পারে। তবে চিন্তার কিছু নেই। বিশ্বে এমন ৫টি দেশ রয়েছে,যেখানে কম খরচে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় সস্তায় ভাল মানের শিক্ষা পাওয়া যায়।
Affordable Education: কীভাবে জার্মানিতে পড়াশোনা করবেন
আপনি যদি জার্মানির যেকোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়তে চান, তবে এখানকার শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি নেওয়া হয় না। যে কারণে তাদের পড়াশোনার ব্যয় কম হতে পারে। এখানে বছরে আপনাকে ৩৮০০ টাকা অ্যাডমিশন ফি দিতে হবে। সবথেকে বড় বিষয়, এখানে পড়াশোনা করার জন্য ভারতীয় শিক্ষার্থীরা খুব সহজেই স্টুডেন্ট ভিসা পেয়ে যায়। তবে আপনি যদি জার্মানিতে পড়তে চান তবে আপনাকে স্বাস্থ্য বিমাও নিতে হবে।
Education News: কীভাবে ফ্রান্সে পড়াশোনা করতে পারবেন
ফ্রান্স বিশ্বের একটি খুব সুন্দর দেশ। আপনি যদি একজন ভারতীয় ছাত্র হিসাবে ফ্রান্সে পড়তে চান, তাহলে আপনাকে অনেক টাকা খরচ করার দরকার নেই। এখানকার সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাচেলরদের জন্য সর্বোচ্চ ১৫ হাজার টাকা ও মাস্টার্সের জন্য প্রায় ৩০ হাজার টাকা খরচ করতে হয়। এখানে সবথেকে বড় বিষয় হল,ফ্রান্সে কাজ করার অধিকার পাবেন ছাত্ররা। সবার জন্য এই অধিকার সমানভাবে প্রযোজ্য। অর্থাৎ আপনি যদি বিদেশ থেকে স্টুডেন্ট হয়ে এখানে এসে থাকেন, তাহলে আপনিও এই অধিকার পাবেন। পড়াশোনার পর আপনি চাইলে এখানে চাকরিও করতে পারেন। এখানে থাকা ও পড়াশোনার জন্য আপনার বার্ষিক খরচ প্রায় ৪ লক্ষ টাকা হতে পারে।
Affordable Education:পোল্যান্ডে কীভাবে পড়াশোনা করতে হয়
আপনি যদি পোল্যান্ডে পড়তে চান তবে এখানে আপনি খুব সহজেই স্টুডেন্ট ভিসা পাবেন। এ দেশেও শিক্ষার্থীদের কাছ থেকে কোনও টিউশন ফি নেওয়া হয় না। সবচেয়ে ভালো বিষয় হল, আপনি যদি পোলিশ ভাষা জানেন, তাহলে এখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি আরও অনেক সুযোগ-সুবিধা পাবেন। তবে এখানে বসবাস করা একটু ব্যয়বহুল। এখানে পড়াশোনা করতে আপনাকে বছরে প্রায় ৬ থেকে ৭ লক্ষ টাকা খরচ করতে হতে পারে।
নিউজিল্যান্ড ইউরোপের একটি বিস্ময়কর দেশ। আপনি যদি এই দেশে পড়তে চান, তাহলে এখানে আপনাকে বছরে প্রায় ১০ লাখ টাকা খরচ করতে হবে। এখানে শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি খুবই কম, কখনও কখনও এখানকার বিশ্ববিদ্যালয়গুলি শিক্ষার্থীদের টিউশন ফিগুলির জন্য একটি ফান্ড প্রোগ্রামও চালানো হয়। যার অধীনে আপনার সম্পূর্ণ টিউশন ফিও না লাগতে পারে।
Affordable Education:দক্ষিণ আফ্রিকায় কীভাবে পড়াশোনা করবেন
দক্ষিণ আফ্রিকায় পড়াশোনা অন্যান্য দেশের তুলনায় অনেক সস্তা। এখানকার বিশ্ববিদ্যালয়গুলোর গড় টিউশন ফি বার্ষিক ১ লাখ টাকার কম। তবে এখানে বসবাসের খরচ একটু বেশি। এখানে পড়াশোনা করতে আপনাকে প্রতি বছর ৪ লাখ টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে। এখানকার বিশ্ববিদ্যালয়গুলি বিভিন্ন স্কলারশিপ প্রোগ্রামও চালায় যা আন্তর্জাতিক ছাত্রদের জন্যও প্রযোজ্য। আপনি যদি এই স্কলারশিপ প্রোগ্রামগুলি গ্রহণ করেন তবে আপনার ফি আরও কমানো যেতে পারে।
Education Loan Information:
Calculate Education Loan EMI