AIIMS কল্যাণীতে বিভিন্ন শূন্যপদে হচ্ছে নিয়োগ,জেনে নিন আবেদনের শেষ তারিখ
Jobs: AIIMS কল্যাণীতে নিয়োগের জন্য 22টি বিভিন্ন পদে হচ্ছে নিয়োগ।
![AIIMS কল্যাণীতে বিভিন্ন শূন্যপদে হচ্ছে নিয়োগ,জেনে নিন আবেদনের শেষ তারিখ aiims-kalyani-various-vacancy-online-form AIIMS কল্যাণীতে বিভিন্ন শূন্যপদে হচ্ছে নিয়োগ,জেনে নিন আবেদনের শেষ তারিখ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/16/c38c8deec76b358479d786c5546e29631692201481493349_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Jobs: ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (BECIL) AIIMS কল্যাণীতে নিয়োগের জন্য 22টি বিভিন্ন পদের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা শুধুমাত্র BECIL এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিশদ বিবরণ, সংক্ষেপে শুধুমাত্র চাকরিপ্রার্থীর স্বার্থে নীচে দেওয়া হল।
AIIMS কল্যাণী নিয়োগ 2023 পোস্টের বিশদ বিবরণ:
১ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ICU) পদে মাট ৭ জনকে নেওয়া হবে। আবেদনকারীদের B.Sc ওটি টেকনিক জানতে হবে
২ স্পিচ থেরাপিস্টের পদে একজনকে নেডবে কর্তৃপক্ষ। B.Sc. স্পিচ অ্যান্ড হিয়ারিংংয়ে ডিগ্রি থাকতে হবে চাকরিপ্রার্থীর।
৩ OT টেকনিশিয়ান পদে হবে ৩জন নিয়োগ। B.Sc. ওটি টেকনিক জানা প্রার্থী চাইছে এইমস
৪ ম্যানেজার/সুপারভাইজার/গ্যাস অফিসার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ১জনকে নেওয়া হবে। সেই ক্ষেত্রে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি থাকা বাধ্যতামূলক।
৫ ডিইও পদে ৫ জনকে নিয়োগ করা হবে। সেই ক্ষেত্রে কেবল 10+2 উত্তীর্ণ হলেই চাকরির সুযোগ পাওয়া যাবে।
৬ ল্যাব টেকনিশিয়ান পদে হবে ৬ জনের নিয়োগ। এই ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে HS + DMLT উত্তীর্ণ হতে হবে।
BECIL নিয়োগ নির্বাচন প্রক্রিয়া:
নির্বাচন একটি প্রাথমিক স্ক্রিনিং পরীক্ষার মাধ্যমে হবে। পরীক্ষার/সাক্ষাৎকারের সঠিক তারিখ, সময় এবং স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানানো হবে। পাশাপাশি এই ধরনের তথ্য Broadcast Engineering Consultants India Limited (BECIL)-এর অফিসিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে — www.becil।.com
প্রার্থীদের নির্বাচনের নিয়ম এবং যোগ্যতার নিয়ম সম্পর্কে আরও বিশদ বিবরণের জন্য আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপন দেখে নিন। ডেবিট/ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং বা অন্য কোনও বিকল্প ব্যবহার করে অনলাইন আবেদন ফর্ম জমা দেওয়ার সময় অনলাইন মোডের মাধ্যমে ফি জমা দিতে পারবেন। আরও বিস্তারিত জানার জন্য আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপন দেখুন।
গুরুত্বপূর্ণ তারিখগুলি:
অনলাইন আবেদনের শেষ তারিখ: 31/08/2023
KMC Recruitment: এ ছাড়াও কলকাতা পুরসভার (KMC) স্বাস্থ্য বিভাগে অনেক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কলকাতার নগর স্বাস্থ্য কেন্দ্রের (Kolkata Municipal Corporation) জন্য হবে এই নিয়াগ। জেনে নিন, কারা করতে পারবেন আবেদন। অ্যাপ্লিকেশনের (Jobs) শেষ তারিখ কবে ?
Vacancy: স্থায়ী না চুক্তিভিত্তিক নিয়োগ ?
এই নিয়োগ সম্পূর্ণরূপে চুক্তিভিত্তিক । একটি সরাসরি ইন্টারভিউ প্রক্রিয়ার মাধ্যমে হবে এই নিয়োগ। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা সরাসরি ওয়াক-ইন-ইন্টারভিউ-এর জন্য আবেদন/প্রশংসাপত্র সহ নীচে উল্লিখিত নির্ধারিত তারিখ ও ভেন্যুতে উপস্থিত হতে পারেন। শুধুমাত্র চাকরিপ্রার্থীদের স্বার্থে তথ্যের উদ্দেশ্যে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিশদ বিবরণ সংক্ষেপে নীচে দেওয়া হল।
আরও পড়ুন : Jobs In Kolkata: ৬০ হাজার টাকা মাসে বেতন, কলকাতা পুরসভায় হচ্ছে নিয়োগ
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)