Jobs In Kolkata: ৬০ হাজার টাকা মাসে বেতন, কলকাতা পুরসভায় হচ্ছে নিয়োগ
KMC Recruitment: কলকাতার নগর স্বাস্থ্য কেন্দ্রের (Kolkata Municipal Corporation) জন্য হবে এই নিয়াগ। জেনে নিন, কারা করতে পারবেন আবেদন।
KMC Recruitment: কলকাতা পুরসভার (KMC) স্বাস্থ্য বিভাগে অনেক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কলকাতার নগর স্বাস্থ্য কেন্দ্রের (Kolkata Municipal Corporation) জন্য হবে এই নিয়াগ। জেনে নিন, কারা করতে পারবেন আবেদন। অ্যাপ্লিকেশনের (Jobs) শেষ তারিখ কবে ?
Vacancy: স্থায়ী না চুক্তিভিত্তিক নিয়োগ ?
এই নিয়োগ সম্পূর্ণরূপে চুক্তিভিত্তিক । একটি সরাসরি ইন্টারভিউ প্রক্রিয়ার মাধ্যমে হবে এই নিয়োগ। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা সরাসরি ওয়াক-ইন-ইন্টারভিউ-এর জন্য আবেদন/প্রশংসাপত্র সহ নীচে উল্লিখিত নির্ধারিত তারিখ ও ভেন্যুতে উপস্থিত হতে পারেন। শুধুমাত্র চাকরিপ্রার্থীদের স্বার্থে তথ্যের উদ্দেশ্যে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিশদ বিবরণ সংক্ষেপে নীচে দেওয়া হল।
KMC নিয়োগ 2023 নির্বাচন প্রক্রিয়া:
প্রার্থী বাছাই হবে সাক্ষাৎকারের মাধ্যমে। পরীক্ষার, সাক্ষাৎকারের সঠিক তারিখ, সময় এবং স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি এই ধরনের তথ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের (কেএমসি) স্বাস্থ্য বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে। প্রার্থীদের নির্বাচনের নিয়ম, যোগ্যতার নিয়ম এবং অন্যান্য বিশদ বিবরণের জন্য অফিসিয়াল ওয়েবসাইট বা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপন দেখে নিন।
কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ আবেদন প্রক্রিয়া:
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা, জাতি, বয়স, অভিজ্ঞতার শংসাপত্র (যদি প্রযোজ্য) এবং অন্য কোনও প্রাসঙ্গিক নথি থাকলে আবেদন ,প্রশংসাপত্র সহ নীচের নির্ধারিত তারিখে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের জন্য সরাসরি উপস্থিত হতে পারেন।
বেতন কত হবে
এই ক্ষেত্রে নিযুক্তরা মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।
যোগ্যতা কী লাগবে
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের MBBS উত্তীর্ণ হতে হবে। সঙ্গে রাজ্য সরকারের স্বাস্থ্য় বিভাগের রেজিস্ট্রেশন থাকতে হবে আবেদনকারীর। মনে রাখবেন, চাকরিপ্রার্থীর এক বছরের ইন্টার্নশিপের যোগ্যতা থাকা বাধ্যতামূলক।
আবেদনকারীর বয়সসীমা
এই পদে চাকরিপ্রার্থীর বয়সসীমা ৬৭ বছর নির্ধারণ করা হয়েছে।
সরাসরি ইন্টারভিউয়ের বিশদ বিবরণ:
সাক্ষাৎকারের তারিখ/রিপোর্টিং সময়:- 29.08.2023/ 11.30 am
সাক্ষাৎকারের স্থান — রুম নং 254, 215 ডি ফ্লোর, PMU, কলকাতা সিটি NUHM সোসাইটি, 5, S.N. ব্যানার্জি রোড, কলকাতা-700013। ওপরের তথ্য সংক্ষেপে দেওয়া হয়েছে। শূন্যপদগুলির জন্য আবেদন করার আগে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন।
KMC Recruitment: কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন (KMC)-তে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কলকাতা সিটি এনইউএইচএম সোসাইটির মাধ্যমে হিসাবরক্ষকের 17টি পদের জন্য হবে এই নিয়োগ। চুক্তিভিত্তিক নিয়োগে প্রার্থীদের আবেদন করতে বলেছে কর্তৃপক্ষ।
Kolkata Jobs: নির্দিষ্ট মানদণ্ড পূরণ করতে আগ্রহী ব্যক্তিদের নিম্নলিখিত সময়সূচি ও স্থান অনুযায়ী তাদের প্রাসঙ্গিক নথি জমা দিতে বলা হয়েছে। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অতিরিক্ত বিবরণ চাকরিপ্রার্থীদের সুবিধার জন্য নীচে দেওয়া হয়েছে। মনে রাখবেন, এই তথ্যটি সম্পূর্ণরূপে তথ্যগত উদ্দেশ্যে দেওয়া হয়েছে।
Kolkata Municipal Corporation: কলকাতা সিটি NUHM সোসাইটি নিয়োগ 2023 পোস্টের বিবরণ
হিসাবরক্ষক - I (চুক্তিভিত্তিক) - 17টি পদে হবে নিয়োগ
আরও পড়ুন: Jobs In Kolkata: কলকাতা পুরসভায় নিয়োগের বিজ্ঞপ্তি,কারা আবেদনের যোগ্য ?
Education Loan Information:
Calculate Education Loan EMI