Jobs And Recruitments: নিয়োগ করতে চলেছে এয়ারপোর্ট অথরিটি ইন্ডিয়া, শূন্যপদ কত? কোন কোন পদে হবে নিয়োগ?
Airports Authority of India: আবেদনকারীদের বয়সসীমা- ১৮ থেকে ৩০ বছর বয়সীরা (৩০ ডিসেম্বর, ২০২৩ অনুসারে) এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।
Jobs And Recruitments: এয়ারপোর্টস অথরিটি ইন্ডিয়া (Airports Authority India) জুনিয়র অ্যাসিসট্যান্ট (Junior Assistant) এবং সিনিয়র অ্যাসিসট্যান্ট (Senior Assistant) পদে নিয়োগ করতে চলেছে। মোট ৬৪টি শূন্যপদে নিয়োগ করা হবে। আগামী ১০ জানুয়ারি, ২০২৪- এ শুরু হবে অ্যাপ্লিকেশন পদ্ধতি। আর আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি, ২০২৪। Airports Authority India- র অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারবেন আগ্রহীরা। অনলাইনেই আবেদনকারীদের পরীক্ষা হবে এবং তার তারিখ পরে ঘোষণা করা হবে। জানা গিয়েছে, উত্তর-পূর্ব ভারতে বিভিন্ন জায়গায় এই কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষা হবে। পরীক্ষার সেন্টার হতে পারে গুয়াহাটি, ডিব্রুগড়, শিলচর, নাহারলাগুন, কোহিমা, আগরতলা, ইমফল, আইজল এবং শিলংয়ে। অতএব অসম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরার বাসিন্দাদের এই নিয়োগের জন্য আবেদন করার ব্যাপারে আহ্বান জানানো হয়েছে।
এবার দেখে নেওয়া যাক কোথায় কত শূন্যপদ রয়েছে
- সিনিয়র অ্যাসিসট্যান্ট (ইলেকট্রনিক্স) - ১৪টি শূন্যপদ
- সিনিয়র অ্যাসিসট্যান্ট (অপারেশনস) - ২টি শূন্যপদ
- সিনিয়র অ্যাসিসট্যান্ট (অ্যাকাউন্টস) - ৫টি শূন্যপদ
- সিনিয়র অ্যাসিসট্যান্ট (ফায়ার সার্ভিসেস) - ৪৩টি শূন্যপদ
আবেদনকারীদের বয়সসীমা- ১৮ থেকে ৩০ বছর বয়সীরা (৩০ ডিসেম্বর, ২০২৩ অনুসারে) এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।
অ্যাপ্লিকেশন ফি
১০০০ টাকা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। এই টাকা অবশ্য মহিলা, তফশিলি জাতি, তফশিলি উপজাতি, অবসরপ্রাপ্ত চাকরিজীবী, বিশেষ সক্ষম আবেদনকারীদের দিতে হবে না।
Jobs And Recruitments: আয়কর বিভাগ, মুম্বইয়ে (Income Tax Mumbai) হবে নিয়োগ। ইন্সপেক্টর, মাল্টি টাস্কিং স্টাফ- সহ একাধিক পদে নিয়োগ হবে বলে শোনা গিয়েছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা আবেদন জানাতে পারবেন ইনকাম ট্যাক্স মুম্বই অর্থাৎ মুম্বইয়ের আয়কর বিভাগের অফিশিয়াল ওয়েবসাইট incometaxmumbai.gov.in- এখানে গিয়ে। আগামী ১৯ জানুয়ারি, ২০২৪ পর্যন্ত আবেদন করা যাবে। মোট ২৯১টি শূন্যপদ রয়েছে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আরও পড়ুন- দক্ষিণ-পূর্ব রেলে শিক্ষানবিশ পদে নিয়োগ, আবেদনের শেষ সুযোগ আজই, শূন্যপদ কত?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
Education Loan Information:
Calculate Education Loan EMI