এক্সপ্লোর
অসমে আসন বাড়ছে উচ্চমাধ্যমিক পাশদের জন্য, প্রথম বিভাগে উত্তীর্ণ ২২ হাজার ছাত্রী পাচ্ছেন স্কুটি
পাশ করা ছাত্র-ছাত্রীদের জন্য এবার এক জোড়া সুখবর দিলেন অসমের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জানালেন, স্কুটি দেওয়া হবে উচ্চমাধ্যমিকে প্রথম বিভাগে পাশ করা সব ছাত্রীকে। আবার এও জানালেন, সব কলেজে ২৫ শতাংশ আসন রাজ্যের উচ্চমাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীর জন্য সংরক্ষিত রাখা হবে।

গুয়াহাটি: গত ২৫ জুন উচ্চমাধ্যমিক পরীক্ষায় ফল প্রকাশিত হয়েছে অসমে। মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ১ লক্ষ ৬৮ হাজার ৩৬৭ জন। এর মধ্যে পাশ করেছেন ৭৮.২৮ শতাংশ। ৫০০ নম্বরের মধ্যে ৪৮১ পেয়ে প্রথম হয়েছেন পূবালী ডেকা। পাশ করা ছাত্র-ছাত্রীদের জন্য এবার এক জোড়া সুখবর দিলেন অসমের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জানালেন, স্কুটি দেওয়া হবে উচ্চমাধ্যমিকে প্রথম বিভাগে পাশ করা সব ছাত্রীকে। আবার এও জানালেন, সব কলেজে ২৫ শতাংশ আসন রাজ্যের উচ্চমাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীর জন্য সংরক্ষিত রাখা হবে। এদিন দিসপুরে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, রাজ্যের শিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে উৎসাহ দেওয়ার জন্য প্রজ্ঞান ভারতী নামে যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে, তার অধীনেই এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম ডিভিশনে উত্তীর্ণ ২২ হাজার ছাত্রীকে দেওয়া হবে আধুনিক স্কুটি। প্রতিটি স্কুটির দাম ধরা হয়েছে ৫০-৫৫ হাজার টাকা। প্রথম ঠিক হয়েছিল সকলকে বৈদ্যুতিন স্কুটি দেওয়া হবে। কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় বৈদ্যুতিন স্কুটির গতি ৩০-৪০ কিলোমিটারের বেশি নয়। তাতে প্রতিদিন চার্জ দিতে মোটা টাকার বিদ্যুতও লাগবে।অবশ্য তিনি জানান, যদি কোনও ছাত্রীর পরিবার মনে করে তারা পেট্রল কিনতে পারবে না, তাই বিদ্যুৎ চালিত স্কুটিই ভাল, তখন ওই ছাত্রী নির্দিষ্ট ওয়েবসাইটে বৈদ্যুতিন স্কুটির জন্য আগাম আবেদন জানাতে পারবে। স্কুটি সরকার দিলেও তার রেজিস্ট্রেশনের খরচ সংশ্লিষ্ট ছাত্রীকেই দিতে হবে। অন্তত তিন বছর সে স্কুটিটি বিক্রিও করতে পারবে না।আগামী ১৫ অক্টোবরের মধ্যে সব স্কুটি বিতরণের কাজ হয়ে যাবে বলে ঠিক হয়েছে।
Education Loan Information:
Calculate Education Loan EMI
শিক্ষা (Education) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















