Recruitment News: ভারত ইলেকট্রনিক্সে প্রজেক্ট ইঞ্জিনিয়ার নিয়োগ, বেতন শুরু ৪০ হাজার থেকে- কীভাবে আবেদন ?
Bharat Electronics Recruitment News: ভারত ইলেকট্রনিক্স সংস্থায় প্রজেক্ট ইঞ্জিনিয়ার ১ পদে কর্মী নিয়োগ করা হবে। মোট ২০টি শূন্যপদ আছে এই সংস্থায়। এই পদে কাজের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে।
Bharat Electronics Jobs: প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করবে ভারত ইলেকট্রনিক্স অর্থাৎ বিইএল সংস্থা। বি.ই বা বি.টেক ডিগ্রি থাকলেই এই পদের জন্য আবেদন করা যাবে। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারত ইলেকট্রনিক্স। আবেদন প্রক্রিয়াও (Recruitment News) শুরু হয়ে গিয়েছে। ৩২ বছরের মধ্যে বয়স হলেই আবেদন (Bharat Electronics Jobs) করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। দেখে নিন এই সংস্থায় কতগুলি শূন্যপদ আছে আর কীভাবেই বা আবেদন করা যাবে।
শূন্যপদ
ভারত ইলেকট্রনিক্স সংস্থায় প্রজেক্ট ইঞ্জিনিয়ার ১ পদে কর্মী নিয়োগ করা হবে। মোট ২০টি শূন্যপদ আছে এই সংস্থায়।
বয়সসীমা
ভারত ইলেকট্রনিক্সে প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে কাজের জন্য আবেদনকারীদের বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে।
কী যোগ্যতা লাগবে
এই পদে কাজের জন্য আগ্রহী প্রার্থীর ৪ বছরের বিটেক বা বিই ডিগ্রি থাকা দরকার এবং স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং পাশ করে থাকতে হবে। পাইথন, জাভা, সি++ ইত্যাদিতে ন্যূনতম ২-৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারী প্রার্থীর।
বেতন কী হবে
ভারত ইলেকট্রনিক্সে প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ হলে প্রার্থীর বেতন শুরু হবে ৪০ হাজার টাকা থেকে। মোট ৪ বছরের কাজের মেয়াদ। এটি সম্পূর্ণ চুক্তিভিত্তিক কাজ। স্থায়ী চাকরি দেওয়া হবে না। প্রথম বছর মাসিক ৪০ হাজার টাকা, দ্বিতীয় বছরে মাসিক ৪৫ হাজার টাকা, তৃতীয় বছরে মাসিক ৫০ হাজার এবং চতুর্থ বছরে মাসিক ৫৫ হাজার টাকা পর্যন্ত বেতন পাবেন নির্বাচিত প্রার্থীরা। এর সঙ্গে ১২ হাজার টাকা প্রতি বছর অতিরিক্ত অ্যালাউয়েন্স পাবেন, এরিয়া অ্যালাউয়েন্স পাবেন ১০ শতাংশ হারে।
কীভাবে হবে প্রার্থী নির্বাচন
এক্ষেত্রে চাকরি পেতে গেলে কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। ইন্টারভিউর মাধ্যমেই হবে প্রার্থী নিয়োগ।
আবেদনের ফি
ভারত ইলেকট্রনিক্সে প্রজেক্ট ইঞ্জিনিয়ার-১ পদে কাজের জন্য প্রার্থীকে ৪৭২ টাকা আবেদনের ফি দিতে হবে। তবে SC/ST/PwD প্রার্থীদের কোনও ফি দিতে হবে না।
কীভাবে আবেদন
অনলাইনে আবেদন করা যাবে না। প্রার্থীকে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে আবেদনপত্র।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Education Loan Information:
Calculate Education Loan EMI