সুপারভাইজার ট্রেনি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ভেলের
আর্থিক বিভাগে সুপারভাইজার ট্রেনি পদে নিয়োগ করছে ভেল। মোট ৪০টি পদে নিয়োগ হবে জানা গিয়েছে।
কলকাতা: নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল কেন্দ্রীয় সংস্থা ভারত হেভি ইলেকট্রিক লিমিটেড বা ভেল। আর্থিক বিভাগে সুপারভাইজার ট্রেনি পদে নিয়োগ করছে ভেল। মোট ৪০টি পদে নিয়োগ হবে জানা গিয়েছে। আবেদনকারীরা আজ, সোমবার থেকে ২৬ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।
যোগত্যমান: ভেলের নিয়ম অনুযায়ী, ভিন্ন ভিন্ন পরীক্ষার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন বয়সের মাপকাঠি আছে। সংরক্ষণের ক্ষেত্রে বয়সে ছাড় দেওয়া হয়ে থাকে। যাঁদের জন্ম ১ এপ্রিল ১৯৯৪ সালের আগে, তাঁরা এই পদের জন্য আবেদন করতে পারবেন না। সর্বোচ্চ বয়সের মান ২৭ বছর। careers.bhel.in এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবদনের জন্য চাকরিপ্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান কমার্সে স্নাতক হতে হবে। নূন্যতম ৭০ শতাংশ নম্বর পেতে হবে। তফশিলি জাতি উপজাতির চাকরিপ্রার্থীদের ৬০ শতাংশ নম্বর পেতে হবে। পূর্ববর্তী কোনও অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে। তবে শেষ ধাপে চাকরিপ্রার্থীদের সবরকম নথী জমা দিতে হবে। দুই পদ্ধতিতে পরীক্ষা হবে বলে জানা গিয়েছে। লিখিত এবং গ্রুপ ডিসকাশনের মাধ্যমে নিয়োগ হবে।
আবেদন ফি: সাধারণ চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ৩০০ টাকা এবং প্রসেসিং ফি ২০০ টাকা। এর সঙ্গে যোগ হবে জিএসটি। তফশিলি জাতি উপজাতির চাকরিপ্রার্থী সহ প্রাক্তন ভেলের কর্মীদের কোটায় কেউ আবেদন করলে কোনও আবেদন ফি লাগবে না। তবে প্রসেসিং ফি ২০০ টাকা। এর সঙ্গে যোগ হবে জিএসটি। উল্লেখ্য, আজ সকাল ১০ টাকা থেকে আবেদন করা যাচ্ছে careers.bhel.in ওয়েবসাইটে। ২৬ এপ্রিল রাত ১১টা ৪৫ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। অ্যাডমিট কার্ড দেওয়া হবে ৭ মে। ২৩ মে পরীক্ষা নেওয়া হবে।
Education Loan Information:
Calculate Education Loan EMI