Burdwan Medical College Recruitment: রাজ্যে এই হাসপাতালে নার্স-ল্যাব টেকনিশিয়ানের পদ খালি, এখনই করুন আবেদন
Burdwan Medical College Recruitment: উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে আগামী ১৬ নভেম্বরের মধ্যে চাকরিপ্রার্থীদের নির্দিষ্ট ঠিকানায় সরাসরি ইন্টারভিউ দিতে যেতে হবে।
কলকাতা: রাজ্যের বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।West Bengal State Health & Family Welfare Samiti-র অধীনে হবে এই নিয়োগ। স্টাফ নার্স ও ল্যাব টেকনিশিয়ান পদে নিয়োগ করবে কর্তৃপক্ষ।
বর্ধমান মেডিক্যাল কলেজের থ্যালাসেমিয়া ইউনিটে মোট ৪ জনকে নিয়োগ করা হবে। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে আগামী ১৬ নভেম্বরের মধ্যে চাকরিপ্রার্থীদের নির্দিষ্ট ঠিকানায় সরাসরি ইন্টারভিউ দিতে যেতে হবে। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের https://purbabardhaman.gov.in/সাইটে নজর রাখতে হবে।
স্টাফ নার্স-২ পোস্ট
শিক্ষাগত যোগ্যতা- ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল-এর অধীনে G.N.M ট্রেনিং থাকতে হবে চাকরিপ্রার্থীদের।
বয়স সীমা- চাকরিপ্রার্থীদের বয়স কোনওভাবেই যেন ৪০ বছরের বেশি না হয়।
ল্যাব টেকনিশিয়ান-২ পোস্ট
শিক্ষাগত যোগ্যতা- ফিজিক্স , কেমিস্ট্রি বায়োলজি নিয়ে ক্লাস ১২পাশ হতে হবে আবেদনকারীকে।এই ফিল্ডে আবেদনের জন্য D.M.L.T অথবা ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনোলজি(DLT)-র শংসাপত্র থাকতে হবে চাকরিপ্রার্থীর।
বয়স সীমা- এই পদে আবদনের জন্য চাকরিপ্রার্থীর বয়স ১৯-৪০ বছর হতে হবে। পুরোপুরি চুক্তির ভিত্তিতে হবে এই নিয়োগ।
প্রার্থী বাছাই হবে কীভাবে ?
আগামী ১৬ নভেম্বর আবেদনকারীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। সকাল সাড়ে ১০ টায় শুরু হওয়ার কথা ইন্টারভিউ। New Administrative Building, Office of the Principal, Burdwan Medical College, Burdwan-এর ঠিকানায় হবে এই ইন্টারভিউ।এই বিষয়ে চাকরিপ্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইট https://purbabardhaman.gov.in-এ বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে। নির্দিষ্ট দিনে চাকরিপ্রার্থীদের নিজের শিক্ষাগত যোগ্যতা, বয়সের উপযুক্ত প্রমাণপত্র সহ সরাসরি ইন্টারভিউয়ে যেতে হবে। তাই আগে থাকতেই অফিশিয়াল সাইটে বিস্তারিত চাকরির তথ্য ও যোগ্যতা সম্পর্কে জেনে শংসাপত্র আগেই গুছিয়ে নেবেন। তাহলে ইন্টারভিউয়ের আগে এসব নিয়ে আর ভাবতে হবে না।
আরও পড়ুন: IAS Success Story: নিজের বিশ্লেষণ করতে হবে নিজেকেই, ছোট্ট গ্রামের পরিচয় এখন মমতাতেই
আরও পড়ুন: Asiatic Society Recruitment: কলকাতায় এশিয়াটিক সোসাইটিতে একাধিক পদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন ?
Education Loan Information:
Calculate Education Loan EMI