CBSE Class 10 Results: বাতিল দশমের রেজাল্ট কীভাবে, ফর্মুলা প্রকাশ সিবিএসই-র, সম্ভবত ২০ জুন ফলাফল
সিবিএসই-র তরফে জানানো হয়েছে প্রত্যেক বিষয়ে ২০ নম্বর আসবে অভ্যন্তরীণ মূল্যায়নের উপর ভিত্তি করে হবে। আর বাকি ৮০ নম্বর দেওয়া হবে আগের টেস্টের ভিত্তিতে।
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : করোনা আবহে আগেই বাতিল করা হয়েছিল সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা। সেই বাতিল পরীক্ষার রেজাল্ট কীভাবে প্রকাশ করা হবে, তার ফর্মুলা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি জুন মাসের ২০ তারিখ রেজাল্ট বেরোতে পারে বলেও জানানো হয়েছে।
সিবিএসই-র তরফে জানানো হয়েছে প্রত্যেক বিষয়ে ২০ নম্বর আসবে অভ্যন্তরীণ মূল্যায়নের উপর ভিত্তি করে হবে। আর বাকি ৮০ নম্বর দেওয়া হবে আগের টেস্টের ভিত্তিতে। স্কুল যে ইউনিট টেস্ট, হাফ ইয়ার্লি, মিড টার্ম বা প্রি-বোর্ড যে টেস্ট হয়েছে তার ভিত্তিতে। কোন পরীক্ষায় কত নম্বর সেটাও পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। ব্যাখা করে বলে দেওয়া হয়েছে ইউনিট টেস্টে ১০ নম্বর। হাউ ইয়ার্লি বা মিড টার্ম হচ্ছে ৩০ নম্বর, আর প্রি-বোর্ড টেস্টের ফলাফলের ভিত্তিতে ৪০ নম্বর ধরে সেই অনুযায়ী নম্বর বিভাজন করা হবে।
সিবিএসই করোনা আবহে আগেই ক্লাস টেনের পরীক্ষা বাতিল ও দ্বাদশের পরীক্ষা পিছিয়ে দেওয়ার কথা বলেছিল। এদিন জানানো হয়েছে, স্কুলের প্রিন্সিপ্যাল ও শিক্ষকদের নিয়ে তৈরি করা হবে ৮ সদস্যের রেজাল্ট কমিটি। তারাই সিবিএসই-র বেঁধে দেওয়া নির্দেশিকা মেনে বাতিল পরীক্ষার ক্ষেত্রে নম্বর দিয়ে রেজাল্ট প্রকাশ করবে।
দেশে করোনা সংক্রমণের দ্বিতীয টেউ সুনামির আকার নেওয়ার পর থেকেই বিভিন্ন বোর্ড বাধ্য় হয়ে হয পরীক্ষা পিছিয়ে দিয়েছে, নাহলে বাতিল করেছে।
Education Loan Information:
Calculate Education Loan EMI