CBSE: মোবাইল নিয়ে ধরা পড়লেই পরীক্ষা বাতিল, ভুয়ো খবর ছড়ালে শাস্তি; বোর্ড পরীক্ষার আগে বড় ঘোষণা CBSE-র
CBSE Notice: এই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি অনুসারে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক স্বার্থ বজায় রাখতে সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা করা আবশ্যিক। বোর্ড পরীক্ষার আগে ঘোষণা করল সিবিএসই।

CBSE Announcement: বোর্ড পরীক্ষার আগে ছাত্র-ছাত্রীদের জন্য বড় ঘোষণা করেছে সিবিএসই। একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পরীক্ষার্থীদের (CBSE Board Exams) জন্য। দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে আয়োজিত হবে দশম ও দ্বাদশের বোর্ড পরীক্ষা। আর এবারে এই পরীক্ষার (CBSE Notice) নিয়ম-নীতি নিয়ে কড়া বার্তা দিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন।
সমস্ত স্কুলের অধ্যক্ষ এবং শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে এই নোটিশ জারি করা হয়েছে। আর এই আনুষ্ঠানিক সরকারি বিজ্ঞপ্তি অনুসারে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক স্বার্থ বজায় রাখতে সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা করা আবশ্যিক। সিবিএসই-র তরফে একটি নির্দেশিকা জারি করে স্পষ্ট করে দেওয়া হয়েছে পরীক্ষা চলাকালীন কোন কোন আচরণ অনৈতিক বলে গণ্য হবে। স্কুলের প্রধান এবং অধ্যক্ষরা সুষ্ঠুভাবে স্বচ্ছভাবে পরীক্ষা পরিচালনার জন্য এই নিয়মগুলি মেনে চলবেন বলেই নির্দেশ পাঠানো হয়েছে।
অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে স্কুলকে সত্বর ব্যবস্থা নিতে হবে। পরীক্ষা চলাকালীন কী কী নিয়ম-বিধি রয়েছে, কী জরিমানা হবে তা বিস্তারিত জানিয়ে রাখতে হবে শিক্ষার্থীদের। পরীক্ষার নীতি ও জরিমানা বা শাস্তি সম্পর্কে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের পরিবারকেও জানানো হবে স্কুলের তরফে। পরীক্ষার দিন পরীক্ষাকেন্দ্রে কোনো শিক্ষার্থী অনৈতিক বা অবৈধ বলে গণ্য কোনো জিনিস সঙ্গে করে নিয়ে আসবে না।
অনৈতিক কাজ করতে গিয়ে ধরা পড়লে শিক্ষার্থীকে কঠোর সাজা দেওয়া হবে। কোনো ইলেকট্রনিক ডিভাইস যার মাধ্যমে অন্য কারও সঙ্গে সংযোগ স্থাপন করা যায় তা নিয়ে পরীক্ষাকেন্দ্রে ধরা পড়লে তা অনৈতিক আচরণ হিসেবে গণ্য করা হবে। কোনো ছাত্র ভুয়ো খবর ছড়ালে এবং তার কারণে পরীক্ষা পরিচালনায় ব্যাঘাত ঘটলে তাঁকে কঠোর সাজা দেওয়া হবে।
এমনকী সিবিএসই জানিয়েছে যে ইলেক্ট্রনিক যন্ত্র সহ পরীক্ষাকেন্দ্রের ভিতরে ধরা পড়লে তার পরীক্ষা তো বাতিল হবেই, উপরন্তু আগামী বছরও সমস্ত বিষয়ের পরীক্ষাই বাতিল হবে। ফলে তার ২ বছরের পরীক্ষা বাতিল হয়ে যাবে সাজা হিসেবে।
পরীক্ষাকেন্দ্রে কোনো ছাত্র যে যে জিনিস নিয়ম মেনে নিয়ে যেতে পারে, তার মধ্যে রয়েছে অ্যাডমিট কার্ড, স্কুলের আইডি কার্ড, ফটো আইডি প্রুফ, ট্রান্সপারেন্ট পাউচ, জ্যামিতি বক্স, পেন, স্কেল, লেখার প্যাড। এমনকী শিক্ষার্থীদের সঙ্গে বাসের পাস, মেট্রোর কার্ড কিংবা অ্যানালগ ঘড়ি, ট্রান্সপারেন্ট জলের বোতল থাকলেও কোনো অসুবিধেয় পড়তে হবে না।
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
