CBSE Recruitment 2025: CBSE-তে কাজের সুযোগ, শুরু হল আবেদন; কত শূন্যপদ ?
CBSE Jobs: আগামী ৩১ জানুয়ারির মধ্যেই করতে হবে আবেদন। অনলাইনে যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে চাইছেন তাদের জন্য নিম্নলিখিত ধাপগুলি মেনে চলতে হবে।
Job News: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সংস্থায় কাজের সুযোগ। সুপারিনটেণ্ডেন্ট এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে করা হবে নিয়োগ। ইতিমধ্যেই শুরু (CBSE Recruitment 2025) হয়ে গিয়েছে আবেদন। যোগ্য প্রার্থীরা (Recruitment News) অনলাইনে আবেদন করতে পারেন সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইটে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ২১২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
আগামী ৩১ জানুয়ারির মধ্যেই করতে হবে আবেদন। অনলাইনে যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে চাইছেন তাদের জন্য নিম্নলিখিত ধাপগুলি মেনে চলতে হবে।
সিবিএসইর অফিসিয়াল ওয়েবসাইটে (Recruitment News) প্রথমে যেতে হবে।
এই ওয়েবসাইটের হোমপেজেই দেখা যাবে সিবিএসই রিক্রুটমেন্ট ২০২৫ নামে একটি লিঙ্ক রয়েছে।
এখানে ক্লিক করলে একটি নতুন পেজ খুলে যাবে যেখানে রেজিস্ট্রেশনের জন্য প্রার্থীদের নিজেদের তথ্য দিতে হবে।
আবেদনপত্র পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। অ্যাকাউন্টে লগ ইন করতে হবে।
এরপরে আবেদনের ফি (Recruitment News) জমা করতে হবে।
আবেদন সম্পূর্ণ হলে তা ডাউনলোড করে রাখতে হবে।
একই আবেদনপত্রের হার্ডকপি প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।
অসংরক্ষিত প্রার্থী, ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের জন্য এই পরীক্ষার আবেদনের ফি রয়েছে ৮০০ টাকা, বাকি সংরক্ষিত প্রার্থী এবং মহিলাদের জন্য কোনো আবেদনের ফি দিতে হবে না। সুপারিনটেন্ডেন্ট পদের জন্য দুই ধাপ পরীক্ষা হবে, টায়ার ১ পরীক্ষা হবে ওএমআর ভিত্তিক এমসিকিউ পরীক্ষা এবং এরপরে ১:১০ অনুপাতে প্রার্থীদের টায়ার ২-এর লিখিত পরীক্ষায় বসতে দেওয়া হবে।
তবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (Recruitment News) পরীক্ষার জন্য একটিই এমসিকিউ পরীক্ষা হবে। আর এই টায়ার ১০-এর পরীক্ষার নম্বরের ভিত্তিতে ১:৫ অনুপাতে পরীক্ষার্থীদের স্কিল টেস্টের জন্য ডাকা হবে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: SSC GD Constable 2025: ৪০ হাজার পদে কনস্টেবল নিয়োগ করবে SSC, এই দিন থেকে শুরু পরীক্ষা
Education Loan Information:
Calculate Education Loan EMI