SSC GD Constable 2025: ৪০ হাজার পদে কনস্টেবল নিয়োগ করবে SSC, এই দিন থেকে শুরু পরীক্ষা
SSC GD Constable 2025 Exam: স্টাফ সিলেকশন কমিশনের এই পরীক্ষাগুলি আয়োজিত হবে আগামী ফেব্রুয়ারি মাসের ৪, ৫, ৬, ৭, ১০, ১১, ১২, ১৩, ১৭, ১৮, ১৯, ২০, ২১ ও ২৫ তারিখে।
SSC: ভারতের কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে কনস্টেবল জিডির পরীক্ষার সময়সূচি জারি করা হয়েছে। যে সমস্ত পরীক্ষার্থী এই পরীক্ষার (SSC GD Constable 2025) জন্য আবেদন করেছিলেন তারা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে সহজেই পরীক্ষার সম্পূর্ণ সময়সূচি দেখে নিতে পারবেন। এই পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্যও একইভাবে ওয়েবসাইট থেকে দেখে নেওয়া যাবে। এসএসসি জিডি কনস্টেবল ২০২৫ এর এই পরীক্ষা নেওয়া হয় মূলত সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (CAPF), SSF-এ কনস্টেবল (GD), অসম রাইফেলসে রাইফেলম্যান এবং নার্কোটিকস কন্ট্রোল ব্যুরোতে কনস্টেবল পদে নিয়োগ হবে। এই পরীক্ষার্থীদের জন্য নতুন বছরে বড় সুখবর।
এই দিনগুলিতে হবে পরীক্ষা
স্টাফ সিলেকশন কমিশনের এই পরীক্ষাগুলি আয়োজিত হবে আগামী ফেব্রুয়ারি মাসের ৪, ৫, ৬, ৭, ১০, ১১, ১২, ১৩, ১৭, ১৮, ১৯, ২০, ২১ ও ২৫ তারিখে।
চারটি ধাপে হবে পরীক্ষা
এই পরীক্ষা হবে মোট ১৬০ নম্বরের জন্য। মোট ৮০টি প্রশ্ন থাকবে যার প্রতিটির পূর্ণমান হবে ২ নম্বর করে। পরীক্ষার মোট সময় পাওয়া যাবে ৬০ মিনিট। এই পরীক্ষায় চারটি অংশ থাকবে। প্রথম ভাগে থাকবে সাধারণ জ্ঞান ও লজিক, দ্বিতীয় ভাগে থাকবে সাধারণ জ্ঞান ও সাধারণ সতর্কতা, তৃতীয় ভাগে থাকবে প্রাথমিক গণিত, চতুর্থ ভাগে থাকবে ইংরেজি ও হিন্দি।
১৩টি ভাষায় হবে পরীক্ষা
এই এসএসসি জিডি কনস্টেবলের পরীক্ষা আয়োজিত হবে ইংরেজি, হিন্দি ও ১৩টি আঞ্চলিক ভাষায়। এর মধ্যে অসমিয়া, বাংলা, গুজরাতি, কন্নড়, কোঙ্কনি, মলয়ালম, মণিপুরি, মরাঠি, ওড়িয়া, পঞ্জাবি, তামিল, তেলুগু ও উর্দু। ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। অর্থাৎ চারটি প্রশ্ন ভুল হলে এক নম্বর কাটা যাবে পরীক্ষার্থীর। এই নেগেটিভ মার্কিংয়ের বিষয়টি মাথায় রাখতে হবে পরীক্ষার সময়।
অ্যাডমিট কার্ড
আর কিছুদিনের মধ্যেই পরীক্ষার অ্যাডমিট কার্ডও জারি করা হবে। তবে এখনও সেই দিনক্ষণ ঘোষণা করেনি স্টাফ সিলেকশন কমিশন।
কীভাবে হবে নির্বাচন
প্রার্থীদের নির্বাচনের ক্ষেত্রে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBE), শারীরিক দক্ষতা পরীক্ষা (PET), শারীরিক মানক পরীক্ষন (PST), চিকিৎসা পরীক্ষা ইত্যাদি ধাপ অবলম্বন করা হবে।
কোন পদে কত চাকরি হবে
BSF: ১৫,৬৫৪ পদে
CISF: ৭১৪৫ পদে
CRPF: ১১,৫৪১ পদে
SSB: ৮১৯ পদে
ITBP: ৩০১৭ পদে
আরও পড়ুন: Jobs: আগামী ৫ বছরে কাজ পাবেন ৮০ হাজার মানুষ, এই সেক্টরে খুলতে পারে কপাল
Education Loan Information:
Calculate Education Loan EMI