Central Bank of India Jobs: ৫ হাজার শিক্ষানবিশ পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কারা করতে পারবেন আবেদন?
এপ্রিল মাসে অনলাইন পরীক্ষা হবে বলে খবর। কীভাবে করবেন আবেদন? যোগ্যতামান কী? রইল বিস্তারিত
![Central Bank of India Jobs: ৫ হাজার শিক্ষানবিশ পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কারা করতে পারবেন আবেদন? Central Bank of India to recruit 5000 Apprentice posts, Check Direct Link and Other Details Central Bank of India Jobs: ৫ হাজার শিক্ষানবিশ পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কারা করতে পারবেন আবেদন?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/21/6c7bb4cf7834222eed7c44aa8e59b257167941766936351_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: শিক্ষানবিশ পদে নিয়োগ করছে সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ৫ হাজার পদে নিয়োগ করা হবে। আবেদনকারীরা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। centralbankofindia.co.in. এই ওয়েবসাইটে আবেদন করা যাবে।
গতকাল অর্থাৎ ২০ মার্চ থেকে করা যাচ্ছে আবেদন। ৩ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। এপ্রিল মাসে অনলাইন পরীক্ষা হবে বলে খবর। কীভাবে করবেন আবেদন? যোগ্যতামান কী? রইল বিস্তারিত
যোগ্যতামান: কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি বা কেন্দ্রীয় সরকার কর্তৃক স্বীকৃত সমমানের যোগ্যতা থাকতে হবে। ২০ থেকে ২৮ বছর বয়সীরা আবেদন করতে পারবেন।
কীভাবে নির্বাচন?
অনলাইনে লিখিত পরীক্ষার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া হবে। আবেদনকারীর অবশ্যই থাকতে হবে স্থানীয় ভাষায় জ্ঞান। পাঁচ ভাগে পরীক্ষা হবে। ১, কোয়ান্টিটিভ, জেনারেল ইংলিশ, এন্ড রিজোওনিং অ্যাপটিটিউড, কম্পিউটার নলেজ, ২, বেসিক রিটেল লাইবিলিটি প্রোডাক্টস, ৩, বেসিক রিটেল অ্যাসেট প্রোডাক্টস, ৪, বেসিক ইনভেস্টমেন্ট প্রোডাক্টস, ৫,বেসিক ইনস্যুরেন্স প্রোডাক্টস।
নিয়োগের বিজ্ঞপ্তি জারি: রাজ্যের কৃষি বিভাগে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ডেটা এন্ট্রি অপারেটর, টেকনিক্যাল এক্সপার্ট ছাড়াও আরও পদে হবে নিয়োগ। নির্দিষ্ট যোগ্যতা থাকলে তবেই এই পদগুলির জন্য আবেদন করা যাবে। নিচে জেনে নিন বিস্তারিত।
Jobs In West Bengal: কত তারিখের মধ্য়ে করতে হবে আবেদন ?
পশ্চিমবঙ্গ কৃষি বিভাগে ডেটা এন্ট্রি অপারেটর, প্রযুক্তি বিশেষজ্ঞ, ডব্লিউডিটি ও অন্যান্য পদে সরাসরি নিয়োগের জন্য অনলাইনে আবেদন করতে বলা হয়েছে । আগ্রহীদের ৩০ মার্চ বা তার আগে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সংশ্লিষ্ট কাগজপত্র সহ তাদের আবেদনপত্র জমা দিতে হবে।
WBSWDA Recruitment 2023: কিছু গুরুত্বপূর্ণ তথ্য়
নিয়োগকারী সংস্থার নাম
সরকারি ওয়েবসাইটের নাম: https://purulia.gov.in/
মোট কতগুলি পদ নিয়োগ : 13
কোন পদগুলিতে নিয়োগ : Data Entry Operator, Technical Expert, WDT, And Others Post
আবেদনের শেষ তারিখ: 30-03-2023
West Bengal Job : শিক্ষাগত যোগ্যতা, বেতন, ও বয়সসীমা
টেকনিক্যাল এক্সপার্ট : যোগ্যতা: কৃষি/হর্টিকালচার/পশুপালন/ফরেস্ট্রি স্নাতক উত্তীর্ণ ডিগ্রি প্রয়োজন।
বয়স:- ৬৫ বছর।
বেতন:- ২৫ হাজার টাকা
আরও পড়ুন: Sweta Chakraborty: পঞ্চায়েতকর্মী থেকে রুপোলি দুনিয়ায় পা, যে পথে শিরোনামে শ্বেতা চক্রবর্তী
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)