West Bengal College Admission: কলেজে ভর্তিতে অভিন্ন পোর্টাল, কতগুলি কোর্সে করতে পারবেন আবেদন ? ফি কি লাগবে ?
Centralized Portal for College Admission: একটিমাত্র অফিসিয়াল সেন্ট্রালাইজড পোর্টালের মাধ্যমেই একসঙ্গে ২৫টি কলেজে ভর্তির আবেদন করা যাবে। আজ থেকে চালু হল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল।
![West Bengal College Admission: কলেজে ভর্তিতে অভিন্ন পোর্টাল, কতগুলি কোর্সে করতে পারবেন আবেদন ? ফি কি লাগবে ? Centralized Portal for West Bengal undergraduate College Admission inaugurated today West Bengal College Admission: কলেজে ভর্তিতে অভিন্ন পোর্টাল, কতগুলি কোর্সে করতে পারবেন আবেদন ? ফি কি লাগবে ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/19/d0979273bf9b4902310c997b7cea9fdc1718782401865900_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
College Admission: আজ থেকে চালু হল রাজ্যের কলেজে বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির অভিন্ন কেন্দ্রীয় পোর্টাল। এবার থেকে আর পৃথক কলেজের জন্য আলাদা আলাদা ওয়েবসাইট থেকে ভর্তির আবেদন করতে হবে না। একটিমাত্র অফিসিয়াল সেন্ট্রালাইজড পোর্টালের (Centralised Admission Portal) মাধ্যমেই একসঙ্গে ২৫টি কলেজে ভর্তির আবেদন করা যাবে, এমনকী একই বা ভিন্ন কলেজে মোট ২৫টি কোর্সে আবেদন (West Bengal College Admission) করা যাবে বলেও জানা গিয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই অভিন্ন কেন্দ্রীয় পোর্টালের উদ্বোধন করেন। ফলে একটিমাত্র ওয়েবসাইটে এক ক্লিকেই এখন পড়ুয়ারা বাংলার কলেজে ভর্তি হতে পারবেন স্নাতকস্তরে। ছাত্র-ছাত্রীরা কলেজে ভর্তির আবেদন করতে পারবেন https://banglaruchchashiksha.wb.gov.in/ পোর্টাল অথবা সরাসরি https://wbcap.in/ পোর্টালের মাধ্যমে। কেন্দ্রীয়ভাবেই প্রকাশ পাবে কলেজে ভর্তির মেধাতালিকা।
৮ মে প্রকাশ পেয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। তারপর প্রায় এক মাস কেটে গিয়েছে, কলেজে ভর্তি শুরু হয়নি। তা নিয়ে বিরোধী রাজনৈতিক দলেও জোর তরজা চলছিল। তবে এবার বুধবার ১৯ জুন রাজ্য সরকারের তরফে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু চালু করলেন কলেজে ভর্তির কেন্দ্রীয় অভিন্ন পোর্টাল। এবার থেকে কলেজে ভর্তির জন্য আলাদা আলাদা কলেজের ছাত্র সংসদ, কলেজ কর্তৃপক্ষের কোনও প্রত্যক্ষ যোগাযোগ থাকবে না এবার থেকে। ২০২২ সাল থেকেই এই অভিন্ন পোর্টাল চালু করার ব্যাপারে ভাবনাচিন্তা শুরু হলেও তা বাস্তুবায়িত হল এই বছর। ২০২৩ সালেও এই পোর্টাল চালু করার ব্যাপারে অনেক দূর এগিয়েও রূপায়ন সম্ভব হয়নি। আর এর মাধ্যমে ছাত্র ভর্তির ক্ষেত্রে যে অনিয়মের অভিযোগ উঠছিল বারবার, তা একেবারে কমে যাবে বলেই ধারণা শিক্ষাবিদদের।
অভিন্ন পোর্টালে ভর্তির আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য
- দ্বাদশ উত্তীর্ণ যে কোনও পরীক্ষার্থী এই পোর্টালের মাধ্যমে রাজ্যের কলেজে বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তি হতে পারবেন।
- এই পোর্টালে প্রথমে ছাত্র-ছাত্রীদের নিজেদের রেজিস্ট্রেশন করাতে হবে, তারপর নিজের প্রোফাইল বানিয়ে তথ্য ও নথি আপলোড করে পছন্দের কলেজে ভর্তির আবেদন করতে পারবেন।
- একটি বা একাধিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে একসঙ্গে ২৫টি কোর্সে আবেদন করা যাবে।
- প্রতিটি কলেজের বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পৃথক পৃথক মেধাতালিকা প্রকাশিত হবে কেন্দ্রীয়ভাবে।
- এই পোর্টালের মাধ্যমে ১৬টি বিশ্ববিদ্যালয়, ৪৬১টি কলেজে ভর্তি হওয়া যাবে।
কবে থেকে শুরু হবে রেজিস্ট্রেশন
আগামী ২৪ জুন থেকে কলেজে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে। চলবে আগামী ৭ জুলাই পর্যন্ত। এর মধ্যেই এই পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
কোন কোন প্রতিষ্ঠানে ভর্তি এই পোর্টালের মাধ্যমে হবে না
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, স্বশাসিত কলেজ, সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান, ল কলেজ, চারুকলা সংক্রান্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি বা নার্সিং কলেজ, বেসরকারি কলেজে ভর্তির জন্য এই পোর্টাল ব্যবহার করা যাবে না।
ব্রাত্য বসু কী জানান
এদিন পোর্টালের উদ্বোধনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, পরীক্ষার্থীকে এখানে শুধুমাত্র কলেজে ভর্তির ফি দিতে হবে। কোনও পরীক্ষার্থী যদি কোনও একটি কলেজে একটি কোর্সে ভর্তির জন্য ফি জমা দেন, তারপর তাঁর অন্য একটি কলেজে কোর্সে নাম ওঠে যেখানে তিনি পড়তে চান অথচ সেখানে কলেজের ফি একটু বেশি, সেক্ষেত্রে অতিরিক্ত টাকা পড়ুয়াকে দিতে হবে। আবার কলেজের ফি কম হলে বাড়তি টাকা পড়ুয়ার অ্যাকাউন্টে রিফান্ড হয়ে যাবে।
আরও পড়ুন: Job News: ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কাজের সুযোগ, লিখিত পরীক্ষা ছাড়াই হবে নিয়োগ- কারা যোগ্য ?
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)