Job News: রাত পোহালেই শুরু হচ্ছে এই চাকরির জন্য আবেদন প্রক্রিয়া, শূন্যপদ কত?
CISF Recruitment 2024: সিআইএসএফ- এর এই নিয়োগের জন্য আবেদনকারীদের ম্যাট্রিকুলেশন কিংবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীদের বয়স ২১ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।

Job News: সিআইএসএফ (CISF Recruitment 2024) অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে রয়েছে চাকরির সুযোগ। রাত পোহালেই আবেদন করার সুযোগ পাবেন চাকরিপ্রার্থীরা। ৩ ফেব্রুয়ারি, সোমবার থেকে সিআইএসএফ- এ নিয়োগের জন্য রেজিস্ট্রেশন শুরু হবে। অনলাইনেই শুধুমাত্র আবেদন করা যাবে। cisfrectt.cisf.gov.in - সিআইএসএফ- এর এই অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। আগামী ৪ মার্চ, ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। মোট শূন্যপদের সংখ্যা ১১২৪।
আবেদন করার সময় আবেদনকারীদের কয়েকটি বিষয় মনে রাখতে হবে
- একটাই আবেদনপত্র জমা দিতে হবে। কনস্টেবল/ড্রাইভার কিংবা কনস্টেবল/ডিসিপিও- এই দুই পদে নিয়োগের জন্য এই একটি আবেদনপত্রই গ্রাহ্য করা হবে।
- আবেদনপত্রে আবেদনকারীদের নিজেদের প্রেফারেন্স বা পছন্দ দিতে হবে। অর্থাৎ কোন পদে তাঁরা নিযুক্ত হওয়ার জন্য আবেদন করছেন তা ১ এবং ২ নম্বরে লিখতে হবে। যাঁর যেটা ইচ্ছে তিনি সেটাই লিখতে পারেন। এমন কোনও নিয়ম নেই যে ১ নম্বর এটি লিখতে হবে এবং ২ নম্বরে অন্যটি। দুই পদের মধ্যে যেটা ইচ্ছে ১ এবং ২ নম্বরে লিখতে পারেন আবেদনকারীরা।
- আবেদনপত্রে জমা দেওয়ার সময় যেটা প্রেফারেন্স হিসেবে লেখা থাকবে সেটাকেই মান্যতা দেওয়া হবে। ১- এ যা লিখবেন তা আগে মান্যতা পাবে। দ্বিতীয় অপশন পরে।
আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়স কেমন হওয়া জরুরি, জেনে নিন
সিআইএসএফ- এর এই নিয়োগের জন্য আবেদনকারীদের ম্যাট্রিকুলেশন কিংবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই পরীক্ষা দিতে হবে স্বীকৃতি প্রাপ্ত, অনুমোদন প্রাপ্ত কোনও বোর্ড থেকে। আবেদনকারীদের বয়স ২১ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
কোথায় কত শূন্যপদ রয়েছে দেখে নিন তালিকা
- কনস্টেবল/ড্রাইভার - ডিরেক্ট - ৮৪৫টি শূন্যপদ রয়েছে
- কনস্টেবল/ (ড্রাইভার কাম পাম্প অপারেটর) (যেমন- দমকল বাহিনীর চালক) - ২৭৯টি শূন্যপদ রয়েছে।
কোন শ্রেণির আবেদনকারীদের জন্য কত টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে দেখে নিন একনজরে
জেনারেল, আর্থিক ভাবে পিছিয়ে থাকা এবং ওবিসি ক্যাটেগরির জন্য ১০০ টাকা অ্যাপ্লিকেশন ফি বরাদ্দ হয়েছে। আর তফশিলি জাতি, তফশিলি উপজাতি, অবসরপ্রাপ্ত কর্মীদের অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে না। যাঁরা অ্যাপ্লিকেশন ফি জমা দেবেন তাঁদের নেট ব্যাঙ্কিং করতে হবে। এক্ষেত্রে ক্রেডিট বা ডেবিট কার্ড, রুপে কার্ড কিংবা ইউপিআই পেমেন্ট করা যাবে। এছাড়াও নগদে টাকা দেওয়া যাবে এসবিআই ব্রাঞ্চে গিয়ে, চালান কেটে। এই সমস্ত মাধ্যম ছাড়া অন্য মাধ্যমে অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়া হলে তা গ্রাহ্য করা হবে না।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
