CUET PG 2024: কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তির নয়া আপডেট, কী জানাল NTA ?
Common University Entrance Test: স্নাতকোত্তরে ভর্তির জন্য কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একটি সাধারণ প্রবেশিকা পরীক্ষা দিতে হয় যার নাম CUET PG। ২০২৪ সালে এই পরীক্ষারই অতিরিক্ত পরীক্ষা কেন্দ্র ঘোষিত হল।
NTA Exam: যে সমস্ত ছাত্র-ছাত্রীরা স্নাতক উত্তীর্ণ হওয়ার পরে স্নাতকোত্তরে ভর্তি হতে চাইছেন, তাদের জন্য কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের এই ভর্তির পরীক্ষা CUET PG দিতে হয়। এই একটি পরীক্ষার মাধ্যমেই দেশের যে কোনও বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা ভর্তি হতে পারেন। একটিমাত্র পরীক্ষার মাধ্যমেই পরীক্ষার্থীরা সুযোগ পান সারা দেশের পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার। ২০২৪ সালে এই পরীক্ষার আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এবার জানা গেল দুটি অতিরিক্ত পরীক্ষাকেন্দ্রের নাম।
নতুন আপডেট
NTA তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যে CUET PG 2024 পরীক্ষার জন্য সারা দেশে আরও দুটি পরীক্ষাকেন্দ্র নির্বাচিত হয়েছে। হরিয়ানার গুরুগ্রাম এবং উত্তরাখণ্ডের শ্রীনগর। স্টেকহোল্ডার এবং ছাত্র-ছাত্রীদের অনুরোধেই এই সংযোজন বলে জানা গিয়েছে।
২০২৩ সালের ২৬ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই ভর্তির পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আর চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত। ফলে এখনও বেশ কিছুটা সময় আছে পরীক্ষার্থীদের হাতে। তবে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা ইতিমধ্যেই আবেদন করে ফেলেছেন বা রেজিস্ট্রেশন করে ফেলেছেন, তারা নিজেদের আবেদনে ভুল থাকলে তা সম্পাদনা করতে পারবেন যখন কারেকশন উইন্ডো খুলে যাবে। NTA মূলত পরীক্ষার্থীদের বর্তমান ঠিকানা বা স্থায়ী ঠিকানার ভিত্তিতে পরীক্ষাকেন্দ্র ঠিক করে দেবে। আগামী ১১ মার্চ থেকে ২৮ মার্চের মধ্যে আয়োজিত হবে এই পরীক্ষা। মূলত সিবিটি মোডে এই পরীক্ষা হবে।
কীভাবে আবেদন করবেন ?
- প্রথমে NTA-র অফিসিয়াল ওয়েবসাইট nta.nic.in-তে যেতে হবে।
- তারপর হোমপেজে CUET PG 2024 অ্যাপ্লিকেশন ফর্ম লিঙ্কে ক্লিক করতে হবে।
- একটি নতুন রেজিস্ট্রেশন কিংবা লগইন পেজ খুলে যাবে এর পরে।
- পোর্টালে যেমন যেমন তথ্য চাইবে তা দিয়ে পূরণ করে আবেদন রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
- এরপর বিবরণী এবং নথিপত্র জমা দিতে হবে।
- আবেদন ফি জমা করার পরেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
- ভবিষ্যতের জন্য আপনি চাইলে এই আবেদনের হার্ডকপি প্রিন্ট আউট করে রেখে দিতে পারেন।
কারেকশন উইন্ডো খুলবে কবে ?
২৪ জানুয়ারি রাত ১১ টা ৫০ পর্যন্ত আবেদন করতে পারবেন এই পোর্টালে আর এই ভর্তির পরীক্ষার টাকা জমা করার শেষ দিন ২৫ জানুয়ারি রাত ১১ টা ৫০ পর্যন্ত। তবে আবেদনে ভুল থাকলে পরে সম্পাদনা করা যাবে। এনটিএ-র কারেকশন উইন্ডো খুলে যাবে ২৭ জানুয়ারি। ২৯ জানুয়ারি পর্যন্ত খোলা থাকবে এই কারেকশন উইন্ডো। জানা গিয়েছে ৪ মার্চ পরীক্ষার্থীরা সিটি ইন্টিমেশন স্লিপ ডাউনলোড করতে পারবেন। আর ৭ মার্চ থেকে অ্যাডমিটও পেয়ে যাবেন পরীক্ষার্থীরা।
আরও পড়ুন: UGC NET Result: শীঘ্রই প্রকাশিত হবে ইউজিসি নেট-এর ফলাফল, কোথায়-কীভাবে জানবেন ?
Education Loan Information:
Calculate Education Loan EMI