CUET-UG 2022: স্নাতকস্তরে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষার ফল ঘোষণা ন্যাশনাল টেস্টিং এজেন্সির
CUET-UG Result Out: ন্যাশনাল টেস্টিং এজেন্সির দেওয়া তথ্য অনুযায়ী, ইংরাজিতে ৮ হাজার ২৩৬ জন, রাষ্ট্রবিজ্ঞানে ২ হাজার ৬৫ জন, অর্থনীতিবিদ্যায় ১ হাজার ১৮৮ জন একশো পার্সেন্টাইল পেয়েছেন।
নয়াদিল্লি: স্নাতকস্তরে (Undergraduate) ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা বা কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের ফল প্রকাশিত হল। এদিন ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency) স্নাতকস্তরে CUET-UG- প্রবেশিকা পরীক্ষার ফল ঘোষণা করে। এনটিএ সূত্রে খবর, ৩০টি বিষয়ে ২০ হাজার পরীক্ষার্থী একশো পার্সেন্টাইল পেয়েছে।
স্নাতকস্তরে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা: ন্যাশনাল টেস্টিং এজেন্সির দেওয়া তথ্য অনুযায়ী, ইংরাজিতে ৮ হাজার ২৩৬ জন, রাষ্ট্রবিজ্ঞানে ২ হাজার ৬৫ জন, বিজনেস স্টাডিজে ১ হাজার ৬৬৯ জন, বায়োলজিতে ১ হাজার ৩২৪ জন, অর্থনীতিবিদ্যায় ১ হাজার ১৮৮ জন একশো পার্সেন্টাইল পেয়েছেন। সারা দেশের মধ্যে উত্তরপ্রদেশ থেকে ২ লক্ষ ৯২ হাজার ৫৮৯ জন এবং দিল্লি থেকে ১ হাজার ৮৬ হাজার ৪০৫ জন এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন। সবথেকে কম পরীক্ষার্থীর সংখ্যা ছিল মেঘালয় থেকে। মোট পরীক্ষা দিয়েছেন ৫৮৩ জন।
ন্যাশনাল টেস্টিং এজেন্সির অফিশিয়াল ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন পড়ুয়ারা। আগামী ৯০ দিন এই ফল ওয়েবসাইটে থাকবে বলে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ৯১টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এই পরীক্ষা নেওয়া হয়। যার মধ্যে রয়েছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নামও। এবার কাট-অফ নম্বরের তালিকা প্রকাশ করবে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি। চলতি বছর ১৫ জুলাই এই পরীক্ষা শুরু হয়। ৬টি পর্যায়ের এই পরীক্ষা শেষ হয় ৩০ অগাস্ট। প্রায় ১৪ লক্ষ ৯০ হাজার পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিল। তার মধ্যে ৬০ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে।
দোহা, দুবাই, সিঙ্গাপুর, কুয়েত, কাঠমান্ডু শহরেও স্নাতকস্তরে (Undergraduate) ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা বা কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট হয়। সারা দেশে ২৩৯ শহরে ৪৪৪ কেন্দ্রে এই পরীক্ষা হয়। চলতি বছর কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের নম্বরের মাধ্যমেই দিল্লি বিশ্ববিদ্যালয় সহ সব কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া হবে। দেশের অন্যতম বড় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হল দিল্লি বিশ্ববিদ্যালয়। এক ছাতার তলায় রয়েছে স্নাতকোত্তর স্তর, পিএইচডি, সার্টিফিকেট কোর্স, ডিগ্রি কোর্সের ৮০টি বিভাগ। এর আওতায় ৭৯টি কলেজে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের কোর্স পড়ানো হয়। বিজ্ঞান, কলা, বাণিজ্য বিভাগে প্রতিবছর গড়ে ৭০ হাজার পড়ুয়া সংশ্লিষ্ট কলেজগুলিতে ভর্তি হয়। চলতি বছর জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের মাধ্যমেই ভর্তি প্রক্রিয়া করবে বলে সূত্রের খবর। অন্যদিকে, দিল্লি হাইকোর্টের নির্দেশ মোতাবেক দিল্লির সেন্ট স্টিফেনস কলেজও কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের প্রাপ্ত নম্নরের ভিত্তিতেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে।
আরও পড়ুন: Recruitment 2022: পরীক্ষা ছাড়াই চাকরি ! মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সে বহু শূন্যপদ
Education Loan Information:
Calculate Education Loan EMI