Job News: দেশের প্রথম সারির প্রাকৃতিক গ্যাস উৎপাদনের সংস্থায় চাকরির সুযোগ, শূন্যপদ কত ?
GAIL Recruitment 2024: একটি বা একাধিক পদ্ধতিতে আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। এই পদ্ধতির মধ্যে থাকবে গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউ পর্ব।
Job News: চাকরির সুযোগ রয়েছে GAIL India Limited সংস্থা। ভারতের প্রথম সারির ন্যাচারাল গ্যাস অর্থাৎ প্রাকৃতিক গ্যাস উৎপাদন করার সংস্থা এটি। সেখানেই সিনিয়র ইঞ্জিনিয়ার-সহ একাধিক পদে নিয়োগ হতে চলেছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন GAIL India Limited- এর অফিশিয়াল ওয়েবসাইট gailonline.com - এখানে গিয়ে। এই নিয়োগের মাধ্যমে ২৬১টি শূন্যপদ পূরণ করা হবে। ১২ নভেম্বর থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। আর তা চালু থাকবে ১১ ডিসেম্বর পর্যন্ত।
কোথায় কত শূন্যপদ রয়েছে দেখে নিন একনজরে
- সিনিয়র ইঞ্জিনিয়ার - ৯৮টি শূন্যপদ
- সিনিয়র অফিসার - ৩০টি শূন্যপদ
- অফিসার - ৩৩টি শূন্যপদ
আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেবেন, দেখে নিন
একটি বা একাধিক পদ্ধতিতে আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। এই পদ্ধতির মধ্যে থাকবে গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউ পর্ব। সমস্ত পদে নিয়োগের ক্ষেত্রে একই নিয়ম কার্যকর হবে। ইন্টারভিউতে উত্তীর্ণ হওয়ার জন্য ন্যূনতম ৬০ শতাংশ পেতে হবে অসংরক্ষিত শ্রেণি, ওবিসি (NCL) এবং অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকা শ্রেণির আবেদনকারীদের। অন্যদিকে তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং বিশেষ ভাবে সক্ষম শ্রেণির আবেদনকারীদের ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর পেতে হবে। এর পাশাপাশি গ্রুপ ডিসকাশন/প্রফিশিয়েন্সি টেস্ট/ফিজিকাল ফিটনেস টেস্ট (যেখানে প্রয়োজন) অথবা আবেদনকারীদের দক্ষতা বোঝার জন্য যদি অন্য কোনও টুল ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে ন্যূনতম ৪০ শতাংশ নম্বর পেতে হবে অসংরক্ষিত শ্রেণি, ওবিসি (NCL) এবং অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকা শ্রেণির আবেদনকারীদের। আর তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং বিশেষ ভাবে সক্ষম শ্রেণির আবেদনকারীদের ন্যূনতম ৩৫ শতাংশ নম্বর পেতে হবে।
অ্যাপ্লিকেশন ফি কাদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে দেখে নিন একনজরে
অসংরক্ষিত শ্রেণি, ওবিসি (NCL) এবং অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকা শ্রেণির আবেদনকারীদের ২০০ টাকা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে (excluding applicable Convenience Fee and Taxes)। আর তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং বিশেষ ভাবে সক্ষম শ্রেণির আবেদনকারীদের কোনও অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে না। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, পেটিএম, ওয়ালেট এবং ইউপিআই- এর মাধ্যমে অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়া যাবে।
আরও পড়ুন- ভারতীয় রেলে ফের নিয়োগ, এবার কোন পদে এবং কোন বিভাগে ? শূন্যপদই বা কত ?
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Education Loan Information:
Calculate Education Loan EMI