Higher Secondary Exam: এবার বছরে দু'বার উচ্চ মাধ্যমিক? কীভাবে হবে পরীক্ষা?
Higher Secondary Exam 2023: ২০২৫-এর নভেম্বর এবং ২০২৬-এর মার্চে দু'বার উচ্চ মাধ্যমিক দিতে হবে পরীক্ষার্থীকে।
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: সিবিএসই-র মতো এবার বছরে দু'বার উচ্চ মাধ্যমিক? ২০২৫-এর নভেম্বর এবং ২০২৬-এর মার্চে দু'বার উচ্চ মাধ্যমিক দিতে হবে পরীক্ষার্থীকে। দু'টি পরীক্ষার গড় নম্বর নিয়ে তৈরি হবে মার্কশিট। প্রথম লিখিত পরীক্ষা হবে ওএমআর শিটে । দ্বিতীয় পরীক্ষার প্রশ্ন হবে সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক । প্রস্তাব যাচ্ছে রাজ্য সরকারের কাছে, জানাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
মঙ্গলবার সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। ২০২৪ – ২৫ শিক্ষাবর্ষ থেকে লাগু হতে চলেছে এই নিয়ম। রাজ্যের গৃহীত নতুন শিক্ষানীতিতে সেমেস্টার পদ্ধতি শুরু হতে চলেছে। ২টি পরীক্ষার গড় মানের ওপর তৈরি হবে মার্ক শিট। ২টির মধ্যে যেটায় পরীক্ষার্থীরা ভালো নম্বর পাবে সেই নম্বরটিই গ্রাহ্য হবে।
একবার নয়, এবার বছরে দু-বার হবে উচ্চ মাধ্যমিক? দিল্লি বোর্ডের সঙ্গে তাল মেলাতে সেই পথেই যে হাঁটতে চলেছে তার ইঙ্গিত মিলেছিল সরকারের বিকল্প শিক্ষানীতিতে। এবার, বছরে দুবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তাব যাচ্ছে রাজ্য সরকারের কাছে। ইতিমধ্যেই CBSE জানিয়েছে, বোর্ড পরীক্ষা হবে দু-বার। দুটি পরীক্ষার সেরা নম্বর নিয়ে তৈরি হবে মার্কশিট।
উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যে প্রস্তাব সরকারের কাছে যাচ্ছে, তাতে বলা হচ্ছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশে শুরু হবে দুটি সিমেস্টারে উচ্চ মাধ্যমিক। সেক্ষেত্রে ২০২৫-এর নভেম্বরে প্রথম সিমেস্টার এবং ২০২৬-এর মার্চে হবে দ্বিতীয় সিমেস্টার।
আরও পড়ুন, ন্যাশনাল হেলথ মিশনে রাজ্যের এই জেলায় হচ্ছে নিয়োগ, ৯১টি পদে চাকরির সুযোগ
উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ২টি পরীক্ষার গড় করে তৈরি হবে মার্কশিট। প্রথম মার্কশিট হবে OMR শিটে, মাল্টিপল চয়েস প্রশ্নে আর, দ্বিতীয় সিমেস্টারে থাকবে সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্ন।
উচ্চ মাধ্যমিকে শুধু লিখিত পরীক্ষাই হবে দু-দফায়। প্রোজেক্ট বা প্র্যাক্টিকাল পরীক্ষা হবে এক বার করে। সেক্ষেত্রে পরীক্ষার পূর্ণমান কত হবে সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
দেশজুড়ে আলোচনা চলছে তিন ঘণ্টার পরীক্ষায় একজন শিক্ষার্থীর যথার্ত মূল্যায়ন হয় কি না? অনেকেই মনে করেন দুটো ভাগে পরীক্ষা হলে পড়ুয়াদের কাছে একটা বিকল্প থাকে। সেই ভাবনা থেকেই এবার CBSE-র আদলে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরিকল্পনা।
Education Loan Information:
Calculate Education Loan EMI