Higher Secondary Syllabus : আগামী শিক্ষাবর্ষ থেকেই বিরাট পরিবর্তন উচ্চমাধ্যমিকের সিলেবাসে, ১৯ টি বিষয়ে বড়সড় বদল
রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, ইংরেজি-সহ ১৯টি বিষয়ের পাঠ্যক্রমে পরিমার্জন করা হয়েছে।
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : উচ্চমাধ্যমিক স্তরের সিলেবাসে এবার বড়সড় বদল। রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, ইংরেজি-সহ ১৯টি বিষয়ের পাঠ্যক্রমে পরিমার্জন করা হয়েছে। জানাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী শিক্ষাবর্ষ থেকেই শুরু হয়ে যাবে নতুন সিলেবাসে পড়া শোনা।
কেন এই পরিবর্তন?
জানা গিয়েছেন, উচ্চমাধ্যমিকে নতুন যে সিমেস্টার পদ্ধতির জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে সিলেবাস তৈরি করে। এই সিলেবাস সংক্রান্ত বিষয়ে কিছু কিছু ক্ষেত্রে ধন্দ তৈরি হচ্ছিল পড়ুয়াদের মনে। এসবের কথা মাথায় রেখেই নাকি ঢেলে সাজানো হচ্ছে সিলেবাস। সেসব কথা মাথায় রেখেই উচ্চ মাধ্যমিকের সিলেবাসে কিছু পরিবর্তন করছে সংসদ। ইংরেজি, বাংলা-সহ মোট ১৯টি বিষয়ের সিলেবাসে বদল আনা হয়েছে।
বিষয়গুলি কী কী ?
- ইংরেজি এ
- ইংরেজি বি
- অল্টারনেটিভ ইংলিশ
- বাংলা এ
- হিন্দি এ
- হিন্দি বি
- ইতিহাস বি
- ইতিহাস
- রাষ্ট্রবিজ্ঞান
- অ্যাকাউন্টেন্সি,
- কস্টিং
- ট্যাক্সেশন
- বিজ়নেস স্টাডিজ়
- এডুকেশন
- সায়েন্স অফ ওয়েলবিয়িং
- স্ট্যাটিস্টিক
- দর্শন
- পরিবেশ বিদ্যা
- ইকনমিক্স
- ভূগোল
- বায়োলজিক্যাল সায়েন্স।
কী ধরনের বদল এসেছে?
পাঠ্যসূচিতে জাতীয় দলের পাশাপাশি আঞ্চলিক রাজনৈতিক দলের আখ্যান রাখা হয়েছে । দলগুলির বৈশিষ্ট, কার্যাবলী-সহ একাধিক বিষয় যুক্ত হচ্ছে উচ্চমাধ্যমিকের পাঠ্যসূচিতে। রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, ইংরেজি-সহ ১৯টি বিষয়ের পাঠ্যক্রমে পরিমার্জন করা হয়েছে। পরিবর্তিত পাঠ্যসূচির তালিকা প্রকাশ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। কিছু কিছু থেকে পড়ার ভার লাঘব করা হয়েছে। কোথাও কোথাও বিষয়বস্তু পরিমার্জন করা হয়েছে।
পরিবর্তন হয়েছে English B এর সিলেবাসে। যেমন Class XI এর Semester 1 এ নতুন গদ্য যোগ হচ্ছে অস্কার ওয়াইল্ডের লেখা ‘The Model Millionaire'। স্কুলের হাতে ক্ষমতা থাছে ৪ টি গদ্যের মধ্য থেকে তিনটি বেছে নেওয়ার। সেই অনুযায়ী ছাত্রছাত্রীদের পড়াতে পারবেন। দ্রুত পঠনের সিলেবাসেও পরিবর্তন আনা হয়েছে। নতুন দুটি টেক্সট যোগ করা হয়েছে। এক্ষেত্রেও স্কুলের পছন্দ মতো তিনটি টেক্সট বেছে নেওয়ার ক্ষমতা থাকছে।
আবার বাংলার সিলেবাসেও কিছু পরিবর্তন আনা হয়েছে। গল্পের ক্ষেত্রে মহাশ্বেতা দেবীর 'রং নাম্বারট এর পরিবর্তে আনা হয়েছে হারুণ সালেমের মাসি। ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানেও আনা হয়েছে পরিবর্তন। তবে কোন বিষয়ে কী কী পরিবর্তন আনা হচ্ছে , তা বিস্তারিত পাঠিয়ে দেওয়া হয়েছে স্কুলগুলিতে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে চালু হবে নতুন সিলেবাস।
Education Loan Information:
Calculate Education Loan EMI