Recruitment News: হুগলির জাহাজ কারখানায় চাকরির সুযোগ, শূন্যপদ কত, কীভাবে আবেদন ?
Hooghly Shipyard Recruitment: হুগলি কোচিন শিপইয়ার্ডে ট্রান্সলেটর পদে আবেদনের জন্য ইংরেজি থেকে হিন্দি বা হিন্দি থেকে ইংরেজিতে অনুবাদের ৫ বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। আবেদন করা যাবে ১৩ মার্চ পর্যন্ত।
Job News: হুগলির কোচিন জাহাজ কারখানায় (Hooghly Cochin Shipyard) চাকরির সুযোগ। একটা লিখিত পরীক্ষা এবং একটি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন দিয়েই মিলবে চাকরি। বেতন শুরু হবে ২৮০০০ টাকা থেকে। যাদের বয়স ৪৫ বছরের উর্ধ্বে নয়, তারাই এই পদে আবেদন করতে পারবেন বলে জানিয়েছে সংস্থা। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা দেখে নিন কত শূন্যপদ, কীভাবেই বা আবেদন করবেন।
শূন্যপদ
হুগলির কোচিন শিপইয়ার্ডে একটিমাত্র পদে নিয়োগ হবে মূলত হিন্দি ট্রান্সলেটর হিসেবে। নিয়োগ হবে সুপারভাইসরি গ্রেডে, চাকরির স্থান হবে হাওড়ায়।
বয়সসীমা
১৩ মার্চ ২০২৪ তারিখের মধ্যে এই পদে আবেদনকারী প্রার্থীর বয়স যেন কোনওভাবেই ৪৫ বছরের বেশি না হয়।
যোগ্যতা
এই পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের নিম্নলিখিত যোগ্যতা আবশ্যিক থাকা দরকার।
হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেডে (Hooghly Cochin Shipyard) আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই হিন্দি ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করে থাকতে হবে এবং এর সঙ্গে স্নাতক স্তরের পাঠক্রমে ইংরেজি ভাষা থাকতে হবে আবশ্যিক ঐচ্ছিক বিষয় হিসেবে।
একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ট্রান্সলেশন বিষয়ে ডিপ্লোমা করা থাকতে হবে এবং কম্পিউটারে হিন্দি ও ইংরেজি টাইপের জ্ঞান থাকতে হবে প্রার্থীর।
কাজের অভিজ্ঞতা
হুগলি কোচিন শিপইয়ার্ডে ট্রান্সলেটর পদে আবেদনের জন্য ইংরেজি থেকে হিন্দি বা হিন্দি থেকে ইংরেজিতে অনুবাদের ৫ বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। ভারত সরকারের অধীনস্থ কোনও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, কোনও রাজ্যের বা রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে এই পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনক্রম
নির্বাচিত প্রার্থীরা (Hooghly Cochin Shipyard) এই পদে কাজের জন্য মাসিক ২৮০০০ টাকা পাবেন প্রাথমিকভাবে। প্রতি বছর ৩ শতাংশ হারে ইনক্রিমেন্ট হবে এবং সর্বোচ্চ বেতন হবে ১,১০,০০০ টাকা। তবে এই পরিমাণটি শুধু বেসিক পে-র উল্লেখ। এর সঙ্গে যুক্ত হবে ৪৭ শতাংশ ডিএ, ২৭ শতাংশ HRA এবং ২৭ শতাংশ অন্যান্য অ্যালাউয়েন্স, সব মিলিয়ে বেতন দাঁড়াবে ৫৭,৫৯৬ টাকা।
নির্বাচন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের এই পদে নিয়োগের জন্য প্রথম ধাপে একটি লিখিত পরীক্ষা দিতে হবে যেখানে ৪০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্ন এবং ৪০ নম্বরের বর্ণনামূলক প্রশ্ন থাকবে। আর দ্বিতীয় ধাপে ২০ নম্বরের একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিতে হবে প্রার্থীকে।
কীভাবে আবেদন করবেন
হুগলি কোচিন শিপইয়ার্ডের অফিসিয়াল নোটিফিকেশন থেকে ব্ল্যাঙ্ক অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে সেটা যথাযথভাবে পূরণ করে সমস্ত নথি সহ নির্দিষ্ট দিনের মধ্যে ইমেলের মাধ্যমে পাঠাতে হবে। ইমেল আইডি হল- careers@hooghlycsl.com।
আবেদনের শেষ দিন
এই পদে আবেদন শুরু হয়েছে ১৪ ফেব্রুয়ারি থেকে, চলবে আগামী ১৩ মার্চ পর্যন্ত।
আরও পড়ুন: CUET UG 2024: CUET UG পরীক্ষার ফর্ম প্রকাশিত, কীভাবে কোথায় আবেদন করবেন, কবে শেষ ?
Education Loan Information:
Calculate Education Loan EMI