IBPS Recruitment: ৬২০০ পদে প্রবেশনারি অফিসার ও স্পেশালিস্ট অফিসার নিয়োগ করবে IBPS, আবেদন করেছেন ?
IBPS PO SO Recruitment 2025: আইবিপিএস পিও বা এসও পদের জন্য আবেদন করতে আগ্রহী প্রার্থীরা চাইলে উভয় পদের জন্যই আবেদন করতে পারেন।

Bank Jobs: ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন অর্থাৎ সংক্ষেপে আইবিপিএস সংস্থার তরফে ৬২০০ পদে বিপুল নিয়োগ করা হবে। মূলত প্রবেশনারি অফিসার এবং স্পেশালিস্ট অফিসার নিয়োগ করবে আইবিপিএস সংস্থা। রেজিস্ট্রেশন শুরু হয়েছে অনেকদিন আগে থেকেই। হাতে আর একদিন মাত্র সময় বাকি। আগামীকাল ২১ জুলাই এই আইবিপিএস সংস্থার নিয়োগের জন্য আবেদনের শেষ দিন রয়েছে। এই নিয়োগের মাধ্যমে আইবিপিএস ৫২০৮টি পদে প্রবেশনারি অফিসার এবং ১০০৭ পদে স্পেশালিস্ট অফিসার নিয়োগ করবে।
প্রবেশনারি অফিসার পদের জন্য আবেদনকারীদের ভারত সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে, অথবা কেন্দ্র সরকার কর্তৃক সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। ১ জুলাই ২০২৫ তারিখের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে। তবে স্পেশালিস্ট অফিসার হিসেবে নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা পদ অনুসারে বদলে যাবে। একই বয়সের মানদণ্ড রয়েছে দুই ক্ষেত্রেই।
আইবিপিএস পিও বা এসও পদের জন্য আবেদন করতে আগ্রহী প্রার্থীরা চাইলে উভয় পদের জন্যই আবেদন করতে পারেন। তারা অফিসিয়াল ওয়েবসাইট ibps.in এ গিয়ে আবেদন করতে পারেন। হাতে আর বেশি সময় নেই, ফলে আগামীকালের মধ্যেই আবেদন সম্পূর্ণ করতে হবে আপনাকে। এই ওয়েবসাইটের হোমপেজে গিয়ে সংশ্লিষ্ট আইবিপিএস পিও বা এসও রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করলে নতুন একটি পেজ খুলে যাবে এবং সেখান থেকেই অনলাইনে আবেদন করতে হবে আপনাকে।
রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে লগ ইন করে আবেদনপত্র পূরণ করে প্রযোজ্য ফি জমা দিতে হবে। এরপরে একটি কনফারমেশন পেজ আসবে যা ডাউনলোড করে পরের জন্য প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে আপনাকে। অন্যান্য সমস্ত বিভাগের প্রার্থীদের জন্য আবেদনের ফি রয়েছে ৮৫০ টাকা আর বাকি সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য আবেদনের ফি রয়েছে ১৭৫ টাকা। অনলাইনে এই টাকা জমা দিতে হবে। সম্পূর্ণ বিজ্ঞপ্তি এবং যোগ্যতার বিশদ বিবরণের জন্য বিশদ বিজ্ঞপ্তি পরে নিতে হবে। পরীক্ষার আগে সমস্ত নথি যাচাই করা হবে এবং অযোগ্য প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হবে না।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI


















