India Post GDS Recruitment 2024: ভারতীয় ডাকবিভাগে গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ, অনলাইনে কীভাবে আবেদন জানাবেন?
India Post Recruitment: ১০০ টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে সাধারণ আবেদনকারীদের। আর মহিলা প্রার্থী, তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম ও ট্রান্সওম্যানদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না।
India Post GDS Recruitment 2024: ভারতীয় ডাকবিভাগে (India Post) গ্রামীণ ডাক সেবক (Gramin Dak Sevak) পদে নিয়োগ করা হবে। ভারতীয় ডাকবিভাগের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জানানো যাবে। মোট ৪৪,২২৮টি শূন্যপদ রয়েছে। রেজিসট্রেশন প্রক্রিয়া শেষ হবে ৫ অগস্ট। আর সংশোধন করার উইন্ডো ওয়েবসাইটে খোলা হবে ৬ অগস্ট এবং বন্ধ হবে ৮ অগস্ট।
কীভাবে আবেদন জানাবেন অনলাইনে
- প্রথমে ভারতীয় ডাকবিভাগের indiapostgdsonline.gov.in- এই অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে আবেদনকারীদের।
- হোমপেজে যে রেজিস্ট্রেশন লিঙ্ক পাওয়া যাবে সেখানে ক্লিক করতে হবে।
- এবার রেজিস্ট্রেশন সংক্রান্ত বিশদ তথ্য দিতে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
- একবার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে অ্যাকাউন্টে লগ-ইন করতে পারবেন আবেদনকারীরা।
- এরপর অ্যাপ্লিকেশম ফর্ম ভালভাবে পূরণ করতে হবে এবং জমা দিতে হবে ফি।
- এবার সাবমিট অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেশন জমা পড়ে যাবে। এই পেজটি ডাউনলোড করে রাখতে হবে।
- ভবিষ্যতের প্রয়োজনের স্বার্থে নিজের কাছে একটি প্রিন্ট আউট কপি রেখে দিন।
আবেদনকারীদের যোগ্যতা
বয়সের সীমাবদ্ধতা- যাঁরা ভারতীয় ডাকবিভাগের এই চাকরির জন্য আবেদন করছেন তাঁদের বয়স ১৮ বছরের কম এবং ৪০ বছরের বেশি হওয়া চলবে না। তবে সংরক্ষিত শ্রেণির আবেদনকারীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। অথবা সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট থাকতে হবে। এর পাশাপাশি গণিত এবং ইংরেজিতে পাশ করতে হবে আবেদনকারীদের। এছাড়াও দশম শ্রেণি পর্যন্ত আবেদনকারীদের স্থানীয় ভাষা পঠন-পাঠনে থাকতে হবে। এছাড়াও আবেদনকারীদের কম্পিউটার জানতে হবে। সাইকেল চালানো জানতে হবে। বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় কাজ জানতে হবে।
নির্বাচন প্রক্রিয়া অর্থাৎ আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেওয়া হবে
একটি মেধাতালিকা তৈরি করা হবে আবেদনকারীদের দশম শ্রেণিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। এই মেধাতালিকায় যে সমস্ত প্রার্থীদের নাম শর্টলিস্ট করা হবে সেটা প্রকাশ করা হবে জিডিএস পোর্টালে। কবে এই তালিকা প্রকাশ হবে তা আবেদনকারীদের জানানো হবে। তার পাশাপাশি শারীরিক পরীক্ষা নিরীক্ষা কবে কোথায় করা হবে সেকথাও জানানো হবে এসএমএসের মাধ্যমে। যে নম্বর আবেদনকারীদের রেজিস্টার করবেন সেখানেই যাবেন এসএমএস। এছাড়াও ইমেল পাঠানো হবে আবেদনকারীদের। এরপর আবেদনকারীদের ডকুমেন্ট বা নথির যাচাই কবে করা হবে।
আরও পড়ুন- ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগ, মোট শূন্যপদ কত? কবে পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে?
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Education Loan Information:
Calculate Education Loan EMI