GDS 2023 Result: পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক নিয়োগের ফল ঘোষিত, কীভাবে দেখবেন রেজাল্ট ?
India Post Jobs: দীর্ঘ সময় ধরে এই পদে নিয়োগের ফল প্রকাশ নিয়ে অপেক্ষায় ছিলেন পরীক্ষার্থীরা। অবশেষে পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক নিয়োগের ফল ঘোষণা করল ভারতীয় ডাক বিভাগ।
India Post Jobs: দীর্ঘ সময় ধরে এই পদে নিয়োগের ফল প্রকাশ নিয়ে অপেক্ষায় ছিলেন পরীক্ষার্থীরা। অবশেষে পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক নিয়োগের ফল ঘোষণা করল ভারতীয় ডাক বিভাগ। indiapostgdsonline.gov.in -এ দেখতে পারবেন এই ফল।
Post Office Jobs: এবার যাচাইকরণের পরই হবে নিয়োগ ?
মনে রাখবেন, এবার পোস্ট অফিসের সব সার্কেলেই এই রেজাল্ট প্রাকাশিত হয়েছে । এর পরবর্তী পর্যায় হিসাবে চাকরি পরীক্ষায় উত্তীর্ণদের নথি যাচাইকরণ করা হবে। ৩১ মার্চের আগে প্রতিটি সার্কেলের ডিভিশনার হেডরা এই প্রার্থীদের নথি-সহ ডেকে পাঠাবেন । সেখানেই হবে যাবতীয় যাচাইকরণ পরীক্ষা।
GDS 2023 Result: যাচাইকরণের সময় কী নিয়ে যেতে হবে চাকরিপ্রার্থীদের ?
একবার ইন্ডিয়া পোস্টের সরকারি ওয়েবসাইটে নাম দেখলেই নথি যাচাইকরণের জন্য প্রস্তুত থাকতে হবে চাকরিপ্রার্থীদের। সেই ক্ষেত্রে আসল নথির পাশাপাশি চাকরিপ্রার্থীর দুটি ছবি যাচাইকরণের জন্য ডিভিশনার অফিসারের কাছে জমা দিতে হবে।
India Post Jobs: কীভাবে দেখবেন ইন্ডিয়া পোস্টের গ্রামীণ ডাক সেবকের ফল ?
১ প্রথমে গ্রামীণ ডাক সেবকের ফল দেখতে ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল সাইট indiapostgdsonline.gov.in.-এ যান
২ এবার India Post GDS Result 2023-এর লিঙ্কে ক্লিক করুন।
৩ এখানে গ্রামীণ ডাক সেবক পরীক্ষার ফল সংক্রান্ত একটি পিডিএফ দেখতে পাবেন।
৪ এই পিডিএফ-এ নিজের নাম রয়েছে কিনা দেখে নিন।
৫ শেষে অবশ্যই এর একটি প্রিন্টআউট ডাউন লোড করে নিয়ে নিন। ভবিষ্যতে এটি কাজে লাগতে পারে।
GDS 2023 Result: যাচাই পদ্ধতি
শেষে সিস্টেম জেনারেটেড মেরিট লিস্টের মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে। এই মেধাতালিকা প্রার্থীদের প্রাপ্ত নম্বর, গ্রেড ছাড়াও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রস্তুত করা হবে।
Recruitment 2023: চাকরি খুঁজছেন? চলতি সপ্তাহে আবেদন করতে পারেন বেশ কিছু চাকরি (Jobs and Recruitment) জন্য। ইতিমধ্যেই এইসব চাকরির রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। দেখে নিন এই সপ্তাহে কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবেন।
ব্যাঙ্কের চাকরি- এসবিআই-তে নিয়োগ
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে নিয়োগ হবে। Business Correspondent Facilitator- এই পদের জন্য নিয়োগ করা হবে। আবেদন জমা দএয়ার শেষ তারিখ ৩১ মার্চ। ৮৬৮টি শূন্যপদের জন্য নিয়োগ করা হবে। চুক্তিভিত্তিক পদ্ধতিতে এই নিয়োগ হবে বলে জানা গিয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে এসবিআইয়ের অফিশিয়াল ওয়েবসাইট sbi.co.in- এ গেলেই যাবতীয় তথ্য পাওয়া যাবে। অবসরপ্রাপ্ত এসবিআই অফিসার, erstwhile Associates Banks of SBI (e-ABs) এবং অন্যান্য PSB-রা আবেদন জানাতে পারবেন।
আরও পড়ুন : LIC Adani Debt: আদানিকে কত ঋণ দিয়েছে LIC ? সংসদে মুখ খুলল সরকার ?
Education Loan Information:
Calculate Education Loan EMI