Jobs And Recruitments: ইন্টেলিজেন্স ব্যুরোতে আধিকারিক পদে নিয়োগ, শূন্যপদ কত?
IB ACIO Recruitment 2023: ১৮ থেকে ২৭ বছর বয়সীরা (১২ জানুয়ারি, ২০২৪ অনুসারে) আবেদন জানাতে পারবেন। অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার শেষ দিন ১৬ জানুয়ারি।
Jobs And Recruitments: ইন্টেলিজেন্স ব্যুরোতে (Intelligence Bureau) শুরু হতে চলেছে নিয়োগ। স্বরাষ্ট্র মন্ত্রকের (Ministry of Home Affairs) মাধ্যমে করা হবে নিয়োগ। অ্যাসিসট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড ২- (Assistant Central Intelligence Officer Grade II) পদে হতে চলেছে নিয়োগ। mha.gov.in- এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানাতে পারবেন আগ্রহীরা। ২২৬টি শূন্যপদে হবে নিয়োগ (Technical Recruitment 2023)। ইতিমধ্যেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া (২৩ ডিসেম্বর) শুরু হয়েছে এবং তা চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার শেষ দিন ১৬ জানুয়ারি।
- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি- ৭৯টি শূন্যপদ
- ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন- ১৪৭টি শূন্যপদ
আবেদনকারীদের যোগ্যতা কী হওয়া প্রয়োজন অর্থাৎ কারা আবেদন করতে পারবেন
১৮ থেকে ২৭ বছর বয়সীরা (১২ জানুয়ারি, ২০২৪ অনুসারে) আবেদন জানাতে পারবেন। আবেদনকারীদের অবশ্যই GATE ২০২১, ২০২২ বা ২০২৩- এর কাট-অফ মার্কস পেতে হবে। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন (GATE code: EC) অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (GATE code: CS) - এই দুই বিভাগের যেকোনও একটিতে কাট অফ মার্কস পেতে হবে আবেদনকারীদের। GATE ২০২১ অথবা ২০২২ কিংবা ২০২৩- যেকোনও একটি সালে পাওয়া নম্বরই গ্রাহ্য করা হবে।
এর পাশাপাশি আবেদনকারীদের ডিগ্রি থাকতে পারে
১। ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলি-কমিউনিকেশন অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অথবা ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং - এইসব বিভাগে B.E অথবা B.Tech ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। ডিগ্রি পেতে হবে কোনও সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়, কলেজ বা প্রতিষ্ঠান থেকে।
অথবা
২। আবেদনকারীদের এমএসসি ডিগ্রি থাকতে হবে ইলেকট্রনিক্স অথবা পদার্থবিদ্যায়। এর সঙ্গে ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অথবা কম্পিউটার সায়েন্স অথবা মাস্টার ডিগ্রি বা এমএসসি ডিগ্রি থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে। এইসব ডিগ্রি পেতে হবে কোনও সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়, কলেজ বা প্রতিষ্ঠান থেকে।
কীভাবে বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীদের
আবেদনকারীদের GATE স্কোরের ভিত্তিতেই তাঁদের নির্বাচন হবে। GATE 2021 অথবা 2022 অথবা 2023- এ যাঁরা কোয়ালিফায়িং কাট অফ মার্কস পেয়েছেন তাঁদের শর্টলিস্ট করা হবে এবং ডাকা হবে ইন্টারভিউ রাউন্ডে। এরপর ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে প্রার্থীদের GATE স্কোর এবং ইন্টারভিউ রাউন্ডে প্রাপ্ত নম্বর- এই দুইয়ের ভিত্তিতে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আরও পড়ুন- রবিবার প্রাইমারি TET, কোনও দরকারে ফোন করবেন কোথায় ? কোন নম্বরে
Education Loan Information:
Calculate Education Loan EMI