IOCL Recruitment 2021: প্রচুর পদে নিয়োগ করছে ইন্ডিয়ান অয়েল, ২৫ অক্টোবর আবেদনের শেষ তারিখ
সব মিলিয়ে ৪৯৬ জনকে নিয়োগ করবে কর্তৃপক্ষ। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে আগামী ২৫ অক্টোবরের মধ্যে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা
নয়াদিল্লি: এবার অ্যাপ্রেন্টিস পদে নিয়োগর জন্য বিজ্ঞপ্তি জারি করল Indian Oil Corporation Limited। বিভিন্ন রাজ্যে হবে এই নিয়োগ। সব মিলিয়ে ৪৯৬ জনকে নিয়োগ করবে কর্তৃপক্ষ। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে আগামী ২৫ অক্টোবরের মধ্যে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পাইপলাইন ডিভিশনে ৪৯৬ জন অ্যাপ্রেন্টিস নেওয়া হবে। টেকনিক্যাল ছাড়াও নন টেকনিক্যাল পদে হবেএই নিয়োগ। কোম্পানির ৫টি (রিজিয়ন) ক্ষেত্রেই এই বিপুল সংখ্যক অ্যাপ্রেন্টিস নেওয়া হবে।
কোন কোন পদে নিয়োগ হবে
মেকানিক্যাল
ইলেকট্রিক্যাল
হিউম্যান রিসোর্স
অ্যাকাউন্টস / ফিন্যান্স
ডেটা এন্ট্রি অপারেটর
ডমেস্টিক ডেটা এন্ট্রি
কোন রাজ্যে কত পদ খালি ?
গুজরাত- ৮৯, রাজস্থান – ৪৩
পশ্চিমবঙ্গ – ৪৪ , বিহার – ৩৬
অসম – ২৮, উত্তরপ্রদেশ – ১৮
ওড়িশা – ৪৮, ছত্তিশগড়-৬
ঝাড়খণ্ড -৩, হরিয়ানা-৪১
পঞ্জাব-১৩, দিল্লি-২০, উত্তরপ্রদেশ-২৬ , উত্তরাখণ্ড-৬,
রাজস্থান-৩, হিমাচলপ্রদেশ-৩, তামিলনাড়ু-৩৩, কর্ণাটক-৩, অন্ধ্রপ্রদেশ-৬
শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা অথবা স্নাতক অথবা ক্লাস ১২ পাশ করতে হবে। তবে নির্দিষ্ট পদের জন্যআলাদা যোগ্যতার প্রয়োজন। সেই বিষয়ে বিশদে জানতে যোগাযোগ করুন অফিশিয়াল ওয়েবসাইট https://plapps.indianoil.in
বয়স সীমা- এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর বয়স ১৮-২৪ বছরের মধ্যে হতে হবে।
কীভাবে হবে প্রার্থী বাছাই ?
প্রথমে এই পদে আবেদন করলে চাকরিপ্রার্থীকে লিখিত পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা হবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন।https://plapps.indianoil.in -এ আবেদনকারীকে পরীক্ষা কেন্দ্র, তারিখ ও সময় সম্পর্কে জানিয়ে দেওয়া হবে।
কীভাবে আবেদন করবেন ?
চাকরিপ্রার্থীকে আগামী ২৫ অক্টোবরের মধ্যে এই পদের জন্য ইন্ডিয়ান অয়েলের নির্দিষ্ট ডিভিশেনের সাইট https://plapps.indianoil.in -এ উপযুক্ত শিক্ষাগত যোগ্যতাও প্রামাণ্য নথি নয়ে আবেদন করতে হবে।
আরও পড়ুন: MSCWB recruitment 2021: রাজ্যে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি, জেনে নিন আবেদনের শেষ তারিখ
আরও পড়ুন: South Central Railway Recruitment 2021: রেলে চাকরির সুবর্ণ সুযোগ, প্রচুর পদ খালি
Education Loan Information:
Calculate Education Loan EMI