IBPS Clerk Recruitment 2021: আইবিপিএস ক্লার্ক পরীক্ষার বিজ্ঞপ্তি জারি, ৭ অক্টোবর থেকে করতে পারবেন আবেদন
IBPS Clerk Recruitment 2021: বৃহস্পতিবার থেকে অনলাইনে এই চাকরির জন্য আবেদন করা যাবে। আগামী ২৭ অক্টোবর পর্যন্ত চলবে এই প্রক্রিয়া।
নয়াদিল্লি: ব্যাঙ্কের ক্লার্কশিপ পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি জারি করল ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন (IBPS)। বুধবার এই চাকরি প্রক্রিয়ার নোটিফিকেশন জারি করেছে কর্তৃপক্ষ। ৭ অক্টোবর থেকে অফিশিয়াল ওয়েবসাইট ibps.in-এ আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা।
Institute of Banking Personnel Selection(IBPS)-এর তরফে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে অনলাইনে এই চাকরির জন্য আবেদন করা যাবে। আগামী ২৭ অক্টোবর পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। এই নির্দিষ্ট তারিখ পর্যন্ত ব্যাঙ্কের পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা।ibps.in ওয়েবসাইট থেকেই পরীক্ষার বিষয়ে যাবতীয় পরীক্ষার তারিখ জানতে পারবেন পরীক্ষার্থীরা।
অফিশিয়াল নোটিফিকেশন অনুযায়ী, এই পরীক্ষায় ১১টি ব্যাঙ্ক অংশগ্রহণ করবে।ব্যাঙ্ক অফ বরোদা, কানারা ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, ইন্ডিয়ান ব্যাঙ্ক, পঞ্জাব অ্যান্ড সিন্দ ব্যাঙ্ক অংশ নেবে এই পরীক্ষায়।
এর আগে IBPS Clerk Exam 2021-এর বিজ্ঞপ্তি জারি হয় ১২ জুলাই। যদিও নোটিফিকেশন জারি করলেও রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করতে পারেনি কর্তৃপক্ষ। ঠিক কত ভাষায় এই পরীক্ষা হবে তা নিয়ে শুরু হয় বিতর্ক। সেই কারণে থমকে যায় পরীক্ষার প্রক্রিয়া। সব মিলিয়ে এই পরীক্ষার মাধ্যমে ৫৮৩০ জনকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্কিং অর্গানাইজেশন।
IBPS Clerk Exam 2021: গুরুত্বপূর্ণ বিষয়গুলি
ইংরেজি ও হিন্দি-সহ মোট ১৩টি ভাষায় নেওয়া হবে এই পরীক্ষা।
ডিসেম্বরে হতে চলেছে ব্যাঙ্কিংয়ের প্রিলিমস পরীক্ষা।
মেন পরীক্ষা হতে পারে ২০২২ সালের জানুয়ারি বা ফেব্রুয়ারিতে।
প্রভিশনাল নিয়োগের তালিকা প্রকাশিত হতে পারে ২০২২ সালের এপ্রিলে।
২০-২৮ বছরের কোনও ব্যক্তি এই ক্লার্কশিপ পরীক্ষার জন্য আবেদন করতে পারেন।
Education Loan Information:
Calculate Education Loan EMI