Recruitment News: রেলটেল কর্পোরেশনে বিপুল পদে নিয়োগ, কী যোগ্যতা ? কীভাবে আবেদন ?
Railtel Recruitment: রেলটেল কর্পোরেশনে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে চার বছরের নিয়মিত স্নাতক ডিগ্রি থাকতে হবে অথবা ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ডিপ্লোমা করা থাকতে হবে।
Railtel Recruitment: দেশের আরেকটি রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরির সুযোগ। রেলটেল কর্পোরেশনে হবে বিপুল নিয়োগ। মূলত শিক্ষানবিশ নিয়োগ করতে চলেছে এই সংস্থা। আগ্রহী প্রার্থীরা (Recruitment News) এই সংস্থায় কাজের জন্য NATS-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং সিস্টেমের মাধ্যমেই এই নিয়োগ করা হবে। আগামী ৩০ নভেম্বরের মধ্যেই করা হবে এই নিয়োগ। মোট ৪০ জন শিক্ষানবিশ (Railtel Recruitment) নিয়োগ করবে এই সংস্থা, এমনটাই জানা গিয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি থেকে।
কী কী যোগ্যতা লাগবে
রেলটেল কর্পোরেশনে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে চার বছরের নিয়মিত স্নাতক ডিগ্রি থাকতে হবে অথবা ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ডিপ্লোমা করা থাকতে হবে। দুটি ক্ষেত্রে প্রার্থীকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে। তবে নিয়োগের বিজ্ঞপ্তিতে যোগ্যতার বিষয়ে জানানো হয়েছে আরও বিস্তারিতভাবে।
বয়সসীমা কত হবে
রেলটেল কর্পোরেশনে চাকরি (Railtel Recruitment) পেতে হলে আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। যেদিন এই নিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, সেই দিন পর্যন্ত বয়স গণনা করা হবে।
শিক্ষানবিশ নিয়োগ
এক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের নম্বর এবং ইন্টারভিউর ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে। এছাড়াও একটি মেডিকেল ফিটনেস টেস্ট নেওয়া হবে প্রার্থীদের। এভাবেই হবে চূড়ান্ত নির্বাচন।
কত বৃত্তি মিলবে
রেলটেল কর্পোরেশনে শিক্ষানবিশ নিয়োগের ক্ষেত্রে স্নাতক ইঞ্জিনিয়ারদের জন্য মাসিক ১৪ হাজার টাকা বৃত্তি পাবেন। আর অন্যদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বেতন পাবেন মাসে ১২ হাজার টাকা হিসেবে।
অন্যান্য তথ্য
রেলটেল কর্পোরেশনে (Railtel Recruitment) নিয়োগের ক্ষেত্রে এই নির্বাচিত শিক্ষানবিশদের ন্যূনতম ১ বছরের জন্য নিয়োগ করা হবে, ভারতের মধ্যে বিভিন্ন স্থানে এই নিয়োগ করা হবে। কলকাতা, সেকেন্দ্রাবাদ, হায়দরাবাদ, দিল্লি, মুম্বই যে কোনো জায়গায় হতে পারে পোস্টিং।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন; Recruitment News: অর্ডন্যান্স ফ্যাক্টরিতে বিভিন্ন পদে চাকরির সুযোগ, কত শূন্যপদ ? কত বেতন ?
Education Loan Information:
Calculate Education Loan EMI