JEE Advanced 2021 Postponed: করোনা আবহে স্থগিত জেইই অ্যাডভান্সড
আইআইটি খড়্গপুর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, কোভিড-১৯ জনিত চলতি অতিমারী পরিস্থিতির বিষয়টি বিবেচনা করে আগামী ৩ জুলাই জেইই (অ্যাডভান্সড) ২০২১-এর পরীক্ষা হওয়ার কথা ছিল, তা স্থগিত রাখা হয়েছে।
নয়াদিল্লি: জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (জেইই) অ্যাডভান্সড আইআইটি খড়্গপুর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, কোভিড-১৯ জনিত চলতি অতিমারী পরিস্থিতির বিষয়টি বিবেচনা করে আগামী ৩ জুলাই জেইই (অ্যাডভান্সড) ২০২১-এর পরীক্ষা হওয়ার কথা ছিল, তা স্থগিত রাখা হয়েছে।২০২১ স্থগিত রাখল খড়্গপুর আইটিটি। আগামী ৩ জুলাই এই পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষার সংশোধিত তারিখ উপযুক্ত সময়ে জানানো হবে।
জেইই মেন এক্সামিনেশনে যে আড়ই লক্ষ প্রার্থী যোগ্যতামান অর্জন করেছে তাঁরা জেইই অ্যাডভান্সড-এর জন্য আবেদন করতে পারেন। জেইই অ্যাডভান্সড দুটি পেপারের হয়। পেপার ওয়ানের পরীক্ষা সকালে ৯ টা থেকে ১২ পর্যন্ত সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দ্বিতীয় পত্রের পরীক্ষা বিকেলে আড়াইটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত সময়ে নির্ধারিত ছিল।
দেশের ২৩ টি আইআইটি-তে ব্যাচেলর, ইন্টিগ্রেটেড মাস্টার্স ও ডুয়াল ডিগ্রি কোর্সের প্রবেশ পথ জেইই অ্যাডভান্সড। সাতটি আঞ্চলিত সমন্বয়কারী আইআইটি-আইআইটি খড়্গপুর, আইআইটি কানপুর, আইআইটি মাদ্রাস, আইআইটি দিল্লি, আইআইটি বম্বে, আইআইটি গুয়াহাটি ও আইআইটি রুরকি যৌথভাবে আয়োজন করে।
খড়্গপুর আইআইটি এর আগে আইআইটি ভর্তির পরীক্ষার বিষয়ভিত্তিক পাঠ্যসূচী তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছিল। জেইই অ্যাডভান্সড ২০২১-এর মক টেস্টগুলিও অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে।
আইটিটি-তে ভর্তির প্রাথমিক যোগ্যতামান হল পদার্থবিদ্যা, রসায়ন, অঙ্ক ও একটি ভাষা ও অন্য কোনও বিষয় নিয়ে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় উত্তর্ণ হতে হবে। কোভিড-১৯ অতিমারীর পরিপ্রেক্ষিতে এ বছর ৭৫ শতাংশ যোগ্যতার মাপকাঠি সরানো হয়েছে।
যে প্রার্থীরা জেইই অ্যাডভান্সড ২০২০-র পরীক্ষায় অবতীর্ণ হতে রেজিস্টার করেছিলেন, কিন্তু কোভিড ১৯-এর কারণে পরীক্ষায় অবতীর্ণ হতে পারেননি, তাঁদের সরাসরি ২০২১-এ পুনরায় পরীক্ষা বসার অনুমতি দেোয়া হয়েছে। তাঁদের জেইই মেন ২০২১-এর পরীক্ষা দিয়ে পুণরায় যোগ্যতা অর্জন করতে হচ্ছে না।
যে প্রার্থীরা জেইউ অ্যাডভান্সড এ দ্বিতীয়বার সুযোগ পাচ্ছেন, তাঁদের ২০২১-র জেইই মেন পরীক্ষায় যাঁরা উত্তীর্ণ হয়েছেন, তাঁদের অংশ হিসেবে নয়, সংযুক্ত হিসেবে বিবেচনা করা হবে। এরফলে এ বছরের পরীক্ষার্থীদের ক্ষেত্রে এর কোনও প্রভাব পড়বে না।
Education Loan Information:
Calculate Education Loan EMI