JEE Advanced Admit Card 2024: জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষার সিট কোথায় পড়েছে ? দেখে নিন অ্যাডমিটে- কীভাবে ডাউনলোড করবেন ?
JEE Advanced 2024: জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এই পরীক্ষার্থীরা এখন খুব সহজেই ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।
JEE Advanced Exam: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ আজ শুক্রবার সকালেই জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। যে সমস্ত আগ্রহী পরীক্ষার্থীরা এতদিন ধরে এই পরীক্ষার (JEE Advanced 2024) জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তাঁরা এবার ডাউনলোড করে নিতে পারবেন অ্যাডমিট কার্ড। JEE Advanced ওয়েবসাইট থেকে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেওয়া যাবে। আগামী ২৬ মে আয়োজিত হবে এই জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সডের পরীক্ষা। যে সমস্ত ছাত্র-ছাত্রী দেশের সেরা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান, আইআইটিগুলিতে পড়ার সুযোগ খুঁজছেন, তাঁদের জন্য এই পরীক্ষাটি একটি মান নির্ণায়ক পরীক্ষা হতে চলেছে।
জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এই পরীক্ষার্থীরা (JEE Advanced 2024) এখন খুব সহজেই ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। এমনকী যে সমস্ত ছাত্র-ছাত্রী রেজিস্ট্রেশন করেছিলেন, তাঁদের নিবন্ধীকৃত ইমেলেও এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেওয়ার ডিরেক্ট লিঙ্ক পাঠানো হয়েছে বোর্ডের পক্ষ থেকে। এই অ্যাডমিট কার্ড ছাড়া কোনওভাবেই পরীক্ষাকেন্দ্রে ঢোকা যায় না। তবে যারা ডিরেক্ট লিঙ্ক পাননি, তাঁদের জন্য অফিসিয়াল ওয়েবসাইট https://jeeadv.ac.in –তে যেতে হবে এবং নিজেদের রেজিস্ট্রেশনের সমস্ত তথ্য দিয়ে এই ওয়েবসাইট থেকেই অ্যাডমিট ডাউনলোড করে নিতে হবে। ফলে অ্যাডমিট ডাউনলোডের সময় এইসব তথ্য হাতের কাছে রাখা জরুরি।
কীভাবে ডাউনলোড করবেন এই অ্যাডমিট কার্ড
প্রথমেই জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে আপনাকে।
এখানে দেখা যাবে Download Admit Card ট্যাবটি, এই লিঙ্কটা সাধারণত Candidates অংশে গেলে পাওয়া যাবে।
এই লিংকে ক্লিক করে নিজের লগ ইন তথ্য দিয়ে লগ ইন করতে হবে আপনাকে।
আর একবার লগ ইন করতে পারলেই স্ক্রিনে ভেসে উঠবে আপনার অ্যাডমিট কার্ড। এই অ্যাডমিটে নাম, রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর ও অন্যান্য সমস্ত তথ্য সঠিকভাবে বসানো আছে কিনা তা দেখে নিতে হবে।
তারপর ডাউনলোড বাটনে চাপ দিলেই তা ডাউনলোড হয়ে যাবে।
পরীক্ষার প্যাটার্ন কী রকম হবে
এই জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড হবে একটি কম্পিউটার বেসড পরীক্ষা (JEE Advanced 2024)। এতে থাকবে দুটি পেপার। দুটি পেপারেই থাকবে পদার্থবিদ্যা, রসায়ন ও গণিতের পরীক্ষা। মাল্টিপল চয়েস, নিউম্যারিকাল অ্যান্সার এবং ম্যাচিং এই তিন রকমের প্রশ্ন থাকবে পরীক্ষায়। নেগেটিভ মার্কিং থাকছে জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষায়।
Education Loan Information:
Calculate Education Loan EMI