JEE Main Admit Card 2023: আগামী সপ্তাহেই জেইই মেন ২০২৩ সেশন ১, কীভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড?
JEE Main: যাঁরা চলতি বছর এই পরীক্ষায় বসতে চলেছেন তাঁরা jeemain.nta.nic.in এই ওয়েবসাইটে নজর রাখতে পারেন। চলতি বছর ২৪ জনুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত জেইই মেন পরীক্ষা নিচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।

নয়াদিল্লি: আগামী সপ্তাহেই জেইই মেন ২০২৩-এর পরীক্ষা। খুবই শীঘ্রই প্রকাশিত হতে পারে অ্যাডমিট কার্ড। ন্যাশনাল টেস্টিং এজেন্সি সূত্রে এমনটাই জানা গিয়েছে। যাঁরা চলতি বছর এই পরীক্ষায় বসতে চলেছেন তাঁরা jeemain.nta.nic.in এই ওয়েবসাইটে নজর রাখতে পারেন। চলতি বছর ২৪ জনুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত জেইই মেন পরীক্ষা নিচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।
কীভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড? রইল বিস্তারিত
- jeemain.nta.nic.in এই ওয়েবসাইটে লগ ইন করতে হবে।
- হোম পেজে গিয়ে "JEE Main 2023 Admit Card Link" এই লেখার উপর ক্লিক করতে হবে।
- এরপর নিজের লগ ইন ক্রেডেনশিয়াল দিয়ে লগ ইন করতে হবে।
- সাবমিট লেখাটায় ক্লিক করতে হবে।
- স্ক্রিনে ভেসে উঠবে অ্যাডমিট কার্ড।
- ডাউনলোড করে প্রিন্ট বের করে রাখা যেতে পারে ভবিষ্যতের জন্য।
গুরুত্বপূর্ণ তারিখ:
- NTA ঘোষণা করেছে প্রথম সেশনের পরীক্ষা হবে ২৪ থেকে ৩১ জানুয়ারির মধ্যে।
- দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হবে ৬ থেকে ১২ এপ্রিলের মধ্যে।
- JEE (Main) 2023- এর প্রথম সেশনের ক্ষেত্রে কেবল সেশন ১ দেখা যাবে এবং পরীক্ষার্থীরা সেখানে পরীক্ষা দিতে পারবেন। একই জিনিস হবে দ্বিতীয় সেশনেও।
- ইনফরমেশন বুলেটিনে প্রাপ্ত তথ্য অনুসারে সেশন ২- এর অ্যাপ্লিকেশন উইন্ডো পুনরায় খোলা হবে।
- একটি নোটিসের মাধ্যমে তার নোটিফিকেশনও দেওয়া হবে বলে জানিয়েছে NTA।
এর আগে এই পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছিলেন পরীক্ষার্থীদের একাংশ। দ্বাদশ শ্রেণির সিবিএসই বোর্ড পরীক্ষা শুরু হতে চলেছে ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি। আর প্র্যাকটিকাল পরীক্ষা হওয়ার কথা রয়েছে জানুয়ারি মাসে। দুটো পরীক্ষার মধ্যে খুবই কম ব্যবধান থাকার কারণে পরীক্ষার্থীরা পরীক্ষা পিছনোর কথা বলেছিলেন। postponeJEEMains- এই হ্যাশট্যাগ এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। যেসব পড়ুয়া সিবিএসই (দ্বাদশ শ্রেণি) বোর্ড পরীক্ষা এবং JEE Main 2023 সেশন ওয়ান দেবেন, তাঁদের অনেকেই নিজেদের দাবি সোশ্যাল মিডিয়ায় পেশ করে শিক্ষা মন্ত্রক এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)- কে ট্যাগও করেছেন।
আরও পড়ুন: Jobs In West Bengal: ২৭ হাজার টাকা বেতন, বীরভূমে এই তিন পদে হচ্ছে নিয়োগ , এঁরা করতে পারেন আবেদন
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
