ITBP Recruitment 2024: নিয়োগ হবে ইন্দো-টিবেটান বর্ডার পুলিশে, কোন কোন পদে চাকরির সুযোগ রয়েছে?
Job News: আইটিবিপি- র এই চাকরির জন্য মোট ৩৪৫টি শূন্যপদ রয়েছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে, ১৬ অক্টোবর থেকে। অন্যদিকে ১৪ নভেম্বর পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে।
ITBP Recruitment 2024: ইন্দো টিবেটান বর্ডার পুলিশ (Indo Tibetan Border Police) অর্থাৎ আইটিবিপি (ITBP) - তে হতে চলেছে নিয়োগ। সুপার স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার (SSMO) এবং মেডিক্যাল অফিসার (MO) পদে নিয়োগ করতে চলেছে আইটিবিপি কর্তৃপক্ষ। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন। recruitment.itbpolice.nic.in এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়েয়াবেদন জানানো যাবে। আইটিবিপি- র এই চাকরির জন্য মোট ৩৪৫টি শূন্যপদ রয়েছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে, ১৬ অক্টোবর থেকে। অন্যদিকে ১৪ নভেম্বর পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে।
কোথায় কত শূন্যপদ রয়েছে
- সুপার স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার- ৫টি শূন্যপদ
- স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার- ১৭৬টি শূন্যপদ
- মেডিক্যাল অফিসার- ১৬৪টি শূন্যপদ
আইটিবিপি- এর এই চাকরির আবেদন করার জন্য বয় কত হওয়া জরুরি
- সুপার স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার- ৫০ বছরের কম
- স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার- ৪০ বছরের কম
- মেডিক্যাল অফিসার- ৩০ বছরের কম
আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেওয়া হবে দেখে নিন একনজরে
অনলাইনে যাঁরা আবেদন করবেন তাঁদের ই-অ্যাডমিট কার্ড পাঠানো হবে। সেখানে তারিখ, সময় এবং স্থান উল্লেখ থাকবে যেখানে আবেদনকারীদের ডকুমেন্টেশন এবং ইন্টারভিউ হবে। এই ডকুমেন্টেশন এবং ইন্টারভিউ নেবেন কয়েকজন আধিকারিকের একটি বোর্ড। নির্দিষ্ট কিছু সেন্টারের নামও দেওয়া হবে আবেদনকারীদের।
ইন্টারভিউ রাউন্ডে থাকবে ২০০ নম্বর। এই ইন্টারভিউ পর্বে আবেদনকারীদের জন্য থাকবে সাধারণ জ্ঞানের প্রশ্ন। এর পাশাপাশি যে বিষয়ে আবেদনকারীরা পড়াশোনা করেছেন সেই ক্ষেত্রে তাঁদের দক্ষতা কতটা তাও খতিয়ে দেখা হবে। এখানেই শেষ নয়। আবেদনকারীদের ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা, আগ্রহ এবং বিচারবুদ্ধি বিবেচনা করা হবে। আবেদনকারীরা মানসিক ভাবে কতটা সজাগ থাকেন, সামাজিক সংহতির ক্ষমতা, চরিত্র, উদ্যোগ, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা- সবই খতিয়ে দেখা হবে ইন্টারভিউ রাউন্ডে।
আরও পড়ুন- ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরির সুযোগ, কোন পদে নিয়োগ? শূন্যপদ কত?
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Education Loan Information:
Calculate Education Loan EMI