Job News: ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরির সুযোগ, কোন পদে নিয়োগ? শূন্যপদ কত?
Jobs: আবেদনকারীদের অনলাইনে পরীক্ষা নেওয়া হবে। তারপর হবে ইন্টারভিউ। এই দুইয়ের ভিত্তিতে প্রাপ্ত নম্বর অনুসারে আবেদনকারীদের মেধাতালিকা নির্মাণ করা হবে এবং সেখান থেকে যোগ্যদের নির্বাচন করা হবে।
Jobs And Recruitments: ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি (ইউআইআইসি) নিয়োগ (United India Insurance Company- UIIC) করতে চলেছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (Administrative Officer Posts) পদে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে (uiic.co.in) গিয়ে আবেদন জানাতে পারবেন। এই নিয়োগের মাধ্যমে ২০০টি শূন্যপদ পূরণ হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে ১৫ অক্টোবর এবং তা চালু থাকবে আগামী ৫ নভেম্বর পর্যন্ত।
কোথায় কত শূন্যপদ রয়েছে, দেখে নিন একনজরে
- স্পেশ্যালিস্টস- ১০০টি শূন্যপদ
- জেনারেলিস্টস- ১০০টি শূন্যপদ
আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা কেমন হওয়া জরুরি তা সবিস্তারে দেওয়া রয়েছে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি বা নোটিফিকেশনে। আবেদনকারীদের বয়স ন্যূনতম ২১ বছর হতে হবে। আর ৩০ বছরের বেশি বয়স যাঁদের তাঁরা আবেদন জানাতে পারবেন না। আবেদনকারীদের জন্ম ০১.১০.১৯৯৪- এর আগে এবং ৩০.০৯.২০০৩- এর পরে হওয়া চলবে না।
আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেওয়া হবে, জেনে নিন
আবেদনকারীদের অনলাইনে পরীক্ষা নেওয়া হবে। তারপর হবে ইন্টারভিউ। এই দুইয়ের ভিত্তিতে প্রাপ্ত নম্বর অনুসারে আবেদনকারীদের মেধাতালিকা নির্মাণ করা হবে এবং সেখান থেকে যোগ্যদের নির্বাচন করা হবে। যোগ্যতার মাপকাঠি কী হবে তা নির্ধারণ করবে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি। অনলাইনের পরীক্ষায় মোট ২০০টি প্রশ্ন থাকবে। এই পরীক্ষা হবে ২৫০ নম্বরের। এরপর থাকবে একটি ডেসক্রিপটিভ টেস্ট যার জন্য মোট সময় বরাদ্দ ৩০ মিনিট অর্থাৎ আধঘণ্টা এবং ২০ নম্বরের হবে এই পরীক্ষা। এখানে ইংরেজি ভাষার পরীক্ষা নেওয়া হবে। সেখানে লেটার রাইটিং থাকবে ১০ নম্বরের এবং এসে রাইটিং থাকবে ২০ নম্বরের। এই ডেসক্রিপটিভ পরীক্ষায় হবে অনলাইনেই।
অ্যাপ্লিকেশন ফি কোন শ্রেণির আবেদনকারীদের জন্য কত টাকা ধার্য হয়েছে, দেখে নিন
তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম আবেদনকারীদের ২৫০ টাকা + জিএসটি দিতে হবে অ্যাপ্লিকেশন ফি বাবদ। আর বাকিদের দিতে হবে ১০০০ টাকা + জিএসটি। অনলাইনেই জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি।
আরও পড়ুন- ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে হতে চলেছে নিয়োগ, কাদের নিযুক্ত করবে এই ব্যাঙ্ক? শূন্যপদ কত?
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Education Loan Information:
Calculate Education Loan EMI