Jobs In North 24 Parganas: গ্রাম রোজগার সহায়ক পদে চাকরি, এই জেলায় হবে নিয়োগ
North 24 Pargana Jobs: সব মিলিয়ে ৪টি পদে হবে নিয়োগ। উপযুক্ত যোগ্যতা থাকলে নির্দিষ্ট ঠিকানায় আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা।
North 24 Pargana Jobs: রাজ্যের এই জেলায় গ্রাম রোজগার সহায়ক (Gram Rojgar Sahayak) পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সব মিলিয়ে ৪টি পদে হবে নিয়োগ। উপযুক্ত যোগ্যতা থাকলে নির্দিষ্ট ঠিকানায় আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা।
GRAM ROZGAR SAHAYAK – 04
গ্রাম/গ্রাম পঞ্চায়েতের নাম – চাঁদপাড়া, ইছাপুর-১, রামনগর, শিমুলপুর গ্রাম পঞ্চায়েত।
Jobs In North 24 Parganas: শিক্ষাগত যোগ্যতা
উচ্চ মাধ্যমিক (10+2)পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চাকরিপ্রার্থীদের। বিজ্ঞানে পদার্থবিদ্যা ও গণিত বাধ্যতামূলক বিষয় হিসাবে থাকতে হবে পাঠ্যসূচিতে। এই পদে আবেদনের ক্ষেত্রে পরীক্ষায় কমপক্ষে 55% নম্বর সহ পাশ করতে হবে।এছাড়াও কমপক্ষে ৬ মাসের কম্পিউটার সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে প্রার্থীর।এখানেই শেষ নয়, এই পদে চাকরির জন্য আবেদনকারীকে গাইঘাটা উন্নয়ন ব্লকের স্থায়ী বাসিন্দা ও ভোটার হতে হবে।
GRAM ROZGAR SAHAYAK: বয়স সীমা
এই পদে আবেদনের ক্ষেত্রে 23/03/2022 তারিখের মধ্যে চাকরিপ্রার্থীর বয়স 18–35 বছরের মধ্যে হতে হবে। আবেদনের শেষ তারিখ ৮ এপ্রিল।
North 24 Pargana Jobs: প্রার্থী নির্বাচন
প্রার্থীর যোগ্যতার ভিত্তিতে হবে নির্বাচন। পরীক্ষার/সাক্ষাৎকারের সঠিক তারিখ, সময় ও স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে পাশাপাশি এই ধরনের তথ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার অফিস, উত্তর 24 পরগণার অফিশিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে — http://north24parganas .gov.in
Jobs In North 24 Parganas: প্রার্থীদের নির্বাচনের নিয়ম, যোগ্যতার নিয়ম ও অন্যান্য বিষয়ে আরও বিশদ বিবরণের জন্য অফিশিয়াল ওয়েবসাইট বা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপন দেখে নিন।
North 24 Pargana Jobs: যেভাবে আবেদন করবেন
প্রার্থীকে অবশ্যই তাদের আবেদনপত্র MGNREGA সেল, গাইঘাটা দেবে রাখা ড্রপ-বক্সে ফেলে দিতে হবে। 08/04/2022 তারিখ পর্যন্ত কর্মদিবসে সকাল 11 টা থেকে বিকাল 5 টা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। ডাক/কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে নিষেধ করেছে কর্তৃপক্ষ।
Official website of District North 24 Parganas — http://north24parganas.gov.in
Education Loan Information:
Calculate Education Loan EMI