Jobs: কলকাতায় লেদার রিসার্চে অ্যাসিস্ট্যান্ট নিয়োগের বিজ্ঞপ্তি, কীভাবে করবেন আবেদন ?
Kolkata Jobs: সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট (CLRI)আঞ্চলিক কেন্দ্র কলকাতায় নিয়োগের (Jobs In Kolkata) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
Kolkata Jobs: সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট (CLRI)আঞ্চলিক কেন্দ্র কলকাতায় নিয়োগের (Jobs In Kolkata) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অস্থায়ী ভিত্তিতে সায়েন্টিফিক অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পদে হবে এই নিয়োগ। যোগ্য প্রার্থীদের আবেদনের জন্য আমন্ত্রণ জানিয়েছে কর্তৃপক্ষ।
Recruitment: সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে হবে নিয়োগ
CLRI জানিয়েছে, প্রার্থীদের চুক্রতি ভিত্তিতে নিয়োগ করা হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা সরাসরি ওয়াক-ইন-ইন্টারভিউ-এর জন্য নির্ধারিত আবেদন/প্রশংসাপত্র সহ নীচে উল্লেখিত তারিখে নির্দিষ্ট স্থানে উপস্থিত হতে পারেন। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিশদ বিবরণ সংক্ষেপে শুধুমাত্র চাকরিপ্রার্থীদের তথ্যের উদ্দেশে নীচে দেওয়া হল ।
West Bengal Jobs: সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট (সিএলআরআই) পোস্টের বিবরণ
কোন পদে হচ্ছে নিয়োগ -সায়েন্টিফিক অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট
যোগ্যতা - এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর অবশ্যই যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে
বয়সসীমা- আবেদনপ্রার্থীর বয়স অবশ্যই ৫০ বছরের মধ্য়ে হতে হবে
Vacancy: বেতন কাঠামো
চাকরিপ্রার্থীদের বয়স ১৮,০০০ টাকার সঙ্গে বাড়ি ভাড়া HRA দেওয়া থাকবে।
সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট (সিএলআরআই) নিয়োগ বাছাই প্রক্রিয়া:
প্রার্থী বাছাই হবে সাক্ষাৎকারের মাধ্যমে। পরীক্ষার/সাক্ষাৎকারের সঠিক তারিখ সময় ও স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি এই ধরনের তথ্য CSIR – সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট (CLRI)-এর অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রার্থীদের নির্বাচনের নিয়ম এবং যোগ্যতার নিয়ম সম্পর্কে আরও বিশদ বিবরণের জন্য আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন।
Jobs In Kolkata: আবেদন প্রক্রিয়া
আবেদনপত্র CLRI ওয়েবসাইটে (https://clri.orq/CareersForms.aspx) পাওয়া যায়। প্রার্থীদের প্রয়োজনীয় শংসাপত্র/নথিপত্রের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি (যেমন জন্ম তারিখ, দশম শ্রেণি বা সমমানের শংসাপত্র, দ্বাদশ বা সমমানের শংসাপত্র, স্নাতক শংসাপত্র, অভিজ্ঞতার প্রমাণ (যদি প্রযোজ্য হয়) ইত্যাদি যথাযথভাবে পূরণ করে সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত থাকতে হবে। কার্ড বা যেকোনও সরকারি সংস্থার যেমন আধার কার্ড ভোটার আইডি কার্ড বা অন্য কোনও ফটো আইডি কার্ড ও ২টি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আনতে হবে সঙ্গে। উপরে দেওয়া তথ্য সংক্ষিপ্ত শূন্যপদগুলির জন্য আবেদন করার আগে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন
ওয়াক-ইন-ইন্টারভিউয়ের তারিখ ও স্থান:
এই ইন্টারভিউ ২৪ জুলাই সকাল ৯টা থেকে CSIR আঞ্চলিক কেন্দ্র 3/1C মাথেওয়ারটোলা রোড, ট্যাংরা, কলকাতা, পশ্চিমবঙ্গ ৭০০০৪৬-এ অনুষ্ঠিত হবে।
Education Loan Information:
Calculate Education Loan EMI