Join Indian Army 2025: এনসিসি করেছেন? ভারতীয় সেনাবাহিনীতে রয়েছে চাকরির বিশেষ সুযোগ
Job News: ভারতীয় সেনাবাহিনীতে এনসিসি স্পেশ্যাল এন্ট্রি স্কিমের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য যাঁরা আবেদন করতে চাইছেন তাঁদের বয়স ১৯ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে ১ জুলাই, ২০২৫ অনুসারে।

Join Indian Army 2025: ভারতীয় সেনাবাহিনী তাদের এনসিসি স্পেশ্যাল এন্ট্রি স্কিমের রেজিস্ট্রেশন বন্ধ করতে চলেছে আজ অর্থাৎ ১৫ মার্চ। যাঁরা আবেদন করতে চান, তাঁরা আর দেরি করবেন না। কারণ হাতে একেবারেই বেশি সময় নেই। অতএব এখনই করে ফেলুন আবেদন। ভারতীয় সেনাবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইট joinindianarmy.nic.in - এর মাধ্যমে আবেদন করতে পারবেন। মোট ৭৬টি শূন্যপদ রয়েছে। তার মধ্যে পুরুষদের জন্য ৭০টি এবং মহিলাদের জন্য ৭টি শূন্যপদ রয়েছে। ১৪ ফেব্রুয়ারি এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছিল। প্রায় একমাস ছিল আবেদন করার সময়।
আবেদনকারীদের বয়স কত হওয়া জরুরি
ভারতীয় সেনাবাহিনীতে এনসিসি স্পেশ্যাল এন্ট্রি স্কিমের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য যাঁরা আবেদন করতে চাইছেন তাঁদের বয়স ১৯ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে ১ জুলাই, ২০২৫ অনুসারে। আবেদনকারীদের জন্ম ২ জুলাই, ২০০০ সালের আগে এবং ১ জুলাই ২০০৬ সালের পরে হলে চলবে না।
ভারতীয় সেনাবাহিনী ২০২৫ - কীভাবে আবেদন করবেন এনসিসি স্কিমের জন্য
- সবার প্রথমে আবেদনকারীদের ভারতীয় সেনাবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইট joinindianarmy.nic.in - এখানে যেতে হবে।
- এরপর ক্লিক করতে হবে Officer Entry Application/Login লিঙ্কে, যা থাকবে হোম পেজেই।
- এবার স্ক্রিনে একটি নতুন পেজ খুলে যাবে এবং সেখানে আবেদনকারীদের রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে।
- নিজেকে রেজিস্টার করার পর ভালভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে আবেদনকারীদের।
- এরপর ক্লিক করতে হবে সাবমিট বাটনে, তাহলে অ্যাপ্লিকেশম ফর্ম জমা পড়ে যাবে।
- সবশেষে কনফার্মেশন পেজ ডুয়ানলোড করে নিন। তাছাড়াও সঙ্গে রেখে দিন একটা হার্ড কপি।
কীভাবে আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্যদের বেছে নেওয়া হবে
আবেদনকারীদের নাম বাছাই করা হবে তাঁদের আবেদনপত্রের ভিত্তিতে। আবেদনকারীদের ইমেলে পাঠিয়ে দেওয়া হবে সেন্টার অ্যালটমেন্টের যাবতীয় তথ্য। সিলেকশন সেন্টারের অ্যালটমেন্ট হয়ে যাওয়ার পর আবেদনকারীদের ওয়েবসাইটে লগ-ইন করতে হবে। এবার বেছে নিতে হবে এসএসবি তারিখ। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ- এই ভিত্তিতে চলবে এই প্রক্রিয়া। শুধুমাত্র শর্টলিস্ট হওয়া আবেদনকারীরাই বিভিন্ন সিলেকশন সেন্টারে এসএসবি- র অংশীদার হবেন।
যেসব প্রার্থীদের নাম সশস্ত্র সীমা বল সুপারিশ বা প্রস্তাব করবে এবং শারীরিক ভাবে ফিট ঘোষণা করা হবে, তাঁদের নামেই ইস্যু হবে জয়েনিং লেটার। মেধার ভিত্তিতে তাঁদের ট্রেনিং বা প্রশিক্ষণ হবে। বাকি যাবতীয় তথ্য ভারতীয় সেনার অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
