Khan Sir: ছাড়া পেলেন খান স্যার, পরীক্ষার্থীদের দাবিতে এখনও অনড়- কী বললেন ?
Khan Sir Released: পাটনার গর্দনীবাগ এলাকায় বিহার লোকসেবা কমিশনের পরীক্ষার্থীদের একটি প্রতিবাদী জমায়েতে সামিল হয়ে ছাত্র-ছাত্রীদের দাবিপূরণের জন্য লড়াই করছিলেন খান স্যার (Khan Sir)।
Khan Sir Released: জনপ্রিয় শিক্ষক এবং ইউটিউবার খান স্যারকে গতকাল রাতেই পাটনার গর্দনীবাগ থানার পুলিশ গ্রেফতার করেছিল। পাটনার গর্দনীবাগ এলাকায় বিহার লোকসেবা কমিশনের পরীক্ষার্থীদের একটি প্রতিবাদী জমায়েতে সামিল হয়ে ছাত্র-ছাত্রীদের দাবিপূরণের জন্য লড়াই করছিলেন খান স্যার (Khan Sir)। আর সেই জমায়েত থেকেই তাঁকে পুলিশি হেফাজতে নেওয়া হয়, তবে গতকাল শুক্রবার গভীর রাতেই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে থানা থেকে। বিহারের পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার পদ্ধতিতে বদল আনা নিয়েই প্রতিবাদ জানাচ্ছিলেন পরীক্ষার্থীরা, তারা কোনোরকম বদল চান না, 'নর্মালাইজেশন'-এর বিরোধিতা করেছিলেন পড়ুয়ারা। একইভাবে খান স্যারও (Khan Sir Released) এই পড়ুয়াদের স্বার্থরক্ষার দাবিতেই অনড় ছিলেন।
প্রতিবাদে সামিল সমস্ত পরীক্ষার্থীরা চান যেন এই পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা একটিই শিফটে এবং একটিই প্রশ্নপত্রে হয়। তাদের মতে সরকারের পরিকল্পিত 'নর্মালাইজেশন' পদ্ধতিতে গোলযোগ রয়েছে, এতে মূল্যায়ন যথাযথ করা সম্ভব নয় এবং জালিয়াতি করার সুযোগ রয়েছে। ফলে যোগ্য ছাত্র-ছাত্রীরা সুযোগ নাও পেতে পারেন।
এই জমায়েতেই হাজির হয়েছিলেন স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এমএস খান, তিনি জানান, 'প্রতিবাদী পরীক্ষার্থীদের এই জায়গা খালি করে দিতে হবে। খান স্যারকে পুলিশ আটক করেছিল এবং এখন তাঁকে ছেড়ে দেওয়া হচ্ছে, তিনিও এই জায়গা ছেড়ে চলে যাবেন। আমি জানি না যে তিনি কোথায় যাবেন এবং কোথায় তাঁকে নিয়ে যাওয়া হবে। ভিতরে কেউই নেই। ধর্ণাস্থল ছেড়ে দিতে হবে পরীক্ষার্থীদের।'
পুলিশি আটকের সময় খান স্যার সংবাদমাধ্যমকে আশ্বস্ত করেছিলেন যে এই প্রতিবাদ কোনো অংশেই রাজনৈতিক নয়, তিনি স্পষ্ট বলেন, 'আমরা এটাই চাই যেন বিপিএসসির সভাপতি নর্মালাইজেশন পদ্ধতি প্রত্যাহারের বিষয়ে নিশ্চিত করুক পরীক্ষার্থীদের। সমস্ত ছাত্র-ছাত্রীদের জন্য একটাই শিফট, একটাই প্রশ্নপত্রে যেন পরীক্ষা হয়। আমরা কোনোভাবেই রাস্তা দখল করে আন্দোলন করছি না। সংবিধানের নিয়ম মেনে ধর্নাস্থলেই প্রতিবাদ জানানো হচ্ছে। নর্মালাইজেশন হতে দেওয়া যাবে না কোনোভাবেই।'
থানা থেকে মুক্তি পেয়েই ফের জমায়েতে সামিল হন খান স্যার। প্রতিবাদদৃপ্ত কণ্ঠে বারবার বলতে থাকেন, 'বহু পড়ুয়া আবেদন করা সত্ত্বেও সেই আবেদন গৃহীত হয়নি সার্ভারের সমস্যার কারণে, তাদের আরেকবার সুযোগ দিতে হবে। পরীক্ষার দিন বা সময়সীমা বাড়াতে হবে। একটাই শিফট, একটাই পরীক্ষা এবং একটাই প্রশ্নপত্র করতে হবে। কোনোভাবে পরিকাঠামোর দরুণ ছাত্র-ছাত্রীদের সময় নষ্ট হলে তাদের অতিরিক্ত সময় দিতে হবে।' এখনও পর্যন্ত কোনো দাবিপূরণ হয়নি ছাত্র-ছাত্রীদের, ফলে বিপিএসসি পরীক্ষার্থীরা এখনও ধর্নায় সামিল।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Khan Sir: গ্রেফতার খান স্যার ! জমায়েতে সামিল হতেই আটক করল পুলিশ- কী ঘটেছে ?
Education Loan Information:
Calculate Education Loan EMI