KMC Jobs 2022: কলকাতা পুরসভায় নিয়োগের বিজ্ঞপ্তি, জেনে নিন আবেদনের শেষ তারিখ
Kolkata Municipal Corporation (KMC): চাকরিপ্রার্থীদের চুক্তির ভিত্তিতে Software Support Personnel পদে নিযুক্ত করা হবে।শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হবে।
Kolkata Municipal Corporation Jobs: কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে (KMC) চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছে। কম্পিউটার সফটওয়্যার সাপোর্টে নিয়োগ করা হবে প্রার্থীদের। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে নির্দিষ্ট দিনের মধ্যে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের।
Kolkata Municipal Corporation (KMC): সব মিলিয়ে ২টি পদে হবে নিয়োগ। চাকরিপ্রার্থীদের চুক্তির ভিত্তিতে Software Support Personnel পদে নিযুক্ত করা হবে।
SOFTWARE SUPPORT PERSONNEL – 02 Posts (General-1; SC-1)
শিক্ষাগত যোগ্যতা : PGDCA/ B.Sc (কম্পিউটার সায়েন্স)/ BCA/ DOEACC 'A' লেভেলের তিন বছরের কোর্স বা সমমানের কোর্স করা থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। অ্যাপ্লিকেশন সফ্টওয়্যার ইনস্টলেশন/রক্ষণাবেক্ষণ ও ডিবিএমএস বাস্তবায়নের ক্ষমতা থাকতে হবে আবেদনকারীর।
KMC Jobs 2022: প্রার্থী নির্বাচন
শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হবে। বাছাই তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।পরীক্ষা ও সাক্ষাৎকারের তারিখ, সময় ও স্থান সম্পর্কে যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি এই ধরনের তথ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন (KMC)-এর অফিশিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে - https://www.kmcgov.in
Kolkata Municipal Corporation Jobs : কীভাবে আবেদন করবেন ?
এই পদে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আগামী ১৩ ফেব্রুয়ারির মধ্যে মধ্যে সিভি সহ সহায়ক নথিগুলির স্ক্যান করা কপি ও মার্কশিটগুলির সাথে ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারেন "it_dept@kmcgov.in" ইমেল আইডিতে।
Official website of Kolkata Municipal Corporation (KMC) — https://www.kmcgov.in
Education Loan Information:
Calculate Education Loan EMI