(Source: Poll of Polls)
Madhyamik 2023 : বেজে গেল দামামা, কবে থেকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পাবে পরীক্ষার্থীরা ? জানিয়ে দিল পর্ষদ
West Bengal Madhyamik Exam 2023 : আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা।
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : জীবনের প্রথম বড় পরীক্ষার দামামা বেজে গেল। আর সপ্তাহ দুয়েক পরেই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2023)। যে পরীক্ষায় বসতে চলা পরীক্ষার্থীরা আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে স্কুলে গিয়ে অ্যাডমিট কার্ড (Admit Card of Madhyamik Exam) সংগ্রহ করতে পারবে। বিজ্ঞপ্তি দিয়ে জানালো মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education)। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা।
অ্যাডমিট কার্ড নিয়ে কী জানাচ্ছে বোর্ড ?
বিজ্ঞপ্তি জারি করে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে স্কুল থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে পরীক্ষার্থীরা। তার দু'দিন আগে থেকে মধ্যশিক্ষা পর্ষদের ক্যাম্প অফিস থেকে স্কুলগুলিকে দেওয়া হয়ে যে অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ডে তথ্যগত কোনও ভুল থাকলে তা সংশোধন করা যাবে, সেক্ষেত্রে আবেদন করতে হবে ২০ ফেব্রুয়ারির মধ্যে।
- ১৫ ফেব্রুয়ারি থেকে স্কুলে গিয়ে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে মাধ্যমিক পরীক্ষার্থীরা।
- ১৩ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদের ক্যাম্প অফিস থেকে স্কুলগুলিকে দেওয়া হবে অ্যাডমিট কার্ড।
- অ্যাডমিট কার্ডে কোনও ভুল থাকলে তা সংশোধন করা যাবে।
- সংশোধনের জন্য আবেদন করা যাবে ২০ ফেব্রুয়ারির মধ্যে।
কড়া পর্ষদ- মাধ্যমিকে পরীক্ষাকেন্দ্রে ভাঙচুর করলে রেজাল্ট পাবে না পরীক্ষার্থী । মাধ্যমিক পরীক্ষা নিয়ে কড়া সিদ্ধান্ত পর্ষদের।পরীক্ষার আগে পরীক্ষার্থীদের সচেতন করার পরামর্শ শিক্ষকদের। পরীক্ষার (Exam) আগে এবং শেষে তুলতে হবে ছবি। ভাঙচুরের ঘটনা ঘটলে জানাতে হবে পর্ষদকে।
আরও পড়ুন- মাধ্যমিকের নজরদারিতে মোবাইল অ্যাপ, নজরে থাকবে কী?
মধ্যশিক্ষা পর্ষদের সূচি অনুযায়ী
- ২৩ ফেব্রুয়ারি হবে প্রথম ভাষার পরীক্ষা
- দ্বিতীয় ভাষার পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি
- ২৫ ফেব্রুয়ারি ভূগোল পরীক্ষা হবে
- জীবনবিজ্ঞান পরীক্ষা হবে ২৮ ফেব্রুয়ারি
- ২ মার্চ হবে অঙ্ক পরীক্ষা
- ৩ মার্চ ভৌতবিজ্ঞানের পরীক্ষা হবে
- ৪ মার্চ হবে ঐচ্ছিক পরীক্ষা।
প্রসঙ্গত, রাজ্যে একটি উপনির্বাচনের জন্য দিনবদল হয়েছে রাজ্যের মাধ্যমিক পরীক্ষার। ৭ ফেব্রুয়ারি সাগরদিঘিতে বিধানসভা উপনির্বাচন হবে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। এদিকে ওই ২৭ ফেব্রুয়ারি রয়েছে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। পর্ষদের নোটিসে বলা হয়েছে, 'বৃহত্তর জনস্বার্থে' উপনির্বাচনের জন্য মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিন বদল করা হয়েছে। নোটিস জারি করে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন জানিয়েছিল, ২৭ ফেব্রুয়ারির পরিবর্তে ১ মার্চ হবে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা।
Education Loan Information:
Calculate Education Loan EMI