National Library LIS Interns recruitment : ন্যাশনাল লাইব্রেরিতে কাজের সুযোগ, নেওয়া হবে ২৫ জন LIS ইন্টার্ন
কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে ২৫ জন LIS ইন্টার্ন নেওয়া হবে। ইতিমধ্যেই নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রক। চাকরিপ্রার্থীকে আবেদনের জন্য লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে মাস্টার ডিগ্রি উত্তীর্ণ হতে হবে।
কলকাতা : কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে ২৫ জন LIS ইন্টার্ন নেওয়া হবে। যার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রক। চাকরিপ্রার্থীকে আবেদনের জন্য লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে মাস্টার ডিগ্রি উত্তীর্ণ হতে হবে।
জব সামারি
LIS ইন্টার্নস- ২৫ জনকে নিয়োগ করা হবে কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে।
কোন ভাষার জন্য কতজনকে নিয়োগ ?
অসমিয়া-১, বাংলা-২, গুজরাতি-২, হিন্দি-৩, কন্নড়-২, মালায়ালম-২, মারাঠি-২, ওড়িয়া -২, পঞ্জাবি-১, তামিল-২, তেলেগু-২, উর্দু-১, ইংলিশ-৩ জনকে নিয়োগ করা হবে ন্যাশনাল লাইব্রেরিতে।
কত সময়ের জন্য কাদের নিয়োগ ?
এক বছরের জন্য এই LIS ইন্টার্নদের নেওয়া হবে। প্রতি সপ্তাহে ৪০ ঘণ্টার কাজ দেওয়া হবে ইন্টার্নদের। একবার ন্যাশনাল লাইব্রেরিতে ইন্টার্ন করে আসা ব্যক্তিদের আর নতুন করে নিয়োগ হবে না। শনি, রবিবার ও সরকারি ছুটির দিন বাদে সপ্তাহে পাঁচদিন কাজ করতে হবে ইন্টার্নদের। ব্যতিক্রমও হতে পারে কিছু ক্ষেত্রে।
বেতন কাঠামো
কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে নিযুক্ত ইন্টার্নদের মাসে ২৫,০০০ টাকা স্টাইপেন্ড হিসাবে দেওয়া হবে। এর মধ্যে ইন্টার্নদের মেডিক্যাল ইনস্যুরেন্স পলিসি ধরা থাকবে। ইন্টার্নশিপের সময় বাধ্যতামূলকভাবে এই পলিসি নিতে হবে নিযুক্তদের।
কীভাবে প্রার্থী নির্বাচন ?
ন্যাশনাল লাইব্রেরিতে LIS ইন্টার্ন পদে আবেদনের জন্য লাইব্রেরি ও ইনফরমেশন সায়েন্সে মাস্টার ডিগ্রি থাকতে হবে চাকরিপ্রার্থীর। ২০২১ সালের ১৬ জুনের মধ্যে কমপ্লিট থাকতে হবে এই ডিগ্রি। চাকরিপ্রার্থী যে ভাষার জন্য আবেদন করেছেন দ্বাদশ বা স্নাতক স্তরে সেই ভাষা নিয়ে পড়াটা বাধ্যতামূলক। এ ক্ষেত্রে বয়সসীমা রাখা হয়েছে ৩৫ বছর। আবেদনের শেষ তারিখ ১৬ জুন, ২০২১।
নির্দিষ্ট সময়ে বাছাইয়ের পর আবেদনকারীদের ইন্টারভিউয়ের জন্য ডেকে পাঠাবে কর্তৃপক্ষ। এ বিষয়ে বিস্তারিত জানতে চাকরিপ্রার্থী https://www.nationallibrary.gov.in সাইটে যোগাযোগ করতে পারেন।
কোথায় জমা আবেদন ?
আবেদনের ফর্ম ফিলআপ হয়ে গেলে প্রামাণ্য নথি দিয়ে নীচের ঠিকানায় পাঠাতে হবে চাকরিপ্রার্থীকে।
The Director General
National Library Kolkata,
Belvedere, Alipore,
Kolkata-700027
এছাড়াও ই-মেইলে আবেদনপত্র পাঠানো যাবে esttsupdt@gmail.com-এ।
Education Loan Information:
Calculate Education Loan EMI