NEET PG 2022 Result: প্রকাশিত নিট-পিজির ফল, কীভাবে দেখবেন?
NEET PG Exam: দশ দিনে ফলপ্রকাশ করায় পরীক্ষক সংস্থার প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য।
নয়াদিল্লি: প্রকাশিত নিট-পিজির (NEET-PG) ফল। টুইট করে জানালেন খোদ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী (Union Health Minister) মনসুখ মান্ডব্য (Mansukh Mandaviya)। যাঁরা পরীক্ষায় সফল হয়েছেন তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।
NEET-PG result is out!
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) June 1, 2022
I congratulate all the students who have qualified for NEET-PG with flying colours.
I appreciate @NBEMS_INDIA for their commendable job of declaring the results in record 10 days, much ahead of the schedule.
Check your result at https://t.co/Fbmm0s9vCP
NEET-PG result is out, says Union Health Minister Dr. Mansukh Mandaviya
— ANI (@ANI) June 1, 2022
He congratulates all the students who have qualified for NEET-PG pic.twitter.com/nkqe2wPwIG
দশ দিনে ফলপ্রকাশ করায় পরীক্ষক সংস্থার (National Board of Examinations in Medical Sciences) প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য।
কোথায় পাবেন ফল:
natboard.edu.in এই ওয়েবসাইটে ফল দেখা যাবে।
কীভাবে দেখা যাবে ফল:
- natboard.edu.in বা nbe.edu.in-এই ওয়েবসাইটে যান।
- হোমপেজে একটি লিঙ্ক দেখা যাবে 'NEET PG 2022 results'
- ওই লিঙ্কে ক্লিক করুন। রেজাল্টের পিডিএফ (PDF) খুলে যাবে।
- নিজের রোল নম্বর খুঁজে পাওয়ার জন্য কিবোর্ডে ctrl+F ব্যবহার করুন।
২১ মে, ২০২২ সালের নিট পিজি (NEET PG) পরীক্ষা করা হয়। মোট ১ লক্ষ ৮২ হাজার ৩১৮ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। CBT অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হয়েছিল। মোট ৩ ঘণ্টা ৩০ মিনিটের পরীক্ষা হয়েছিল। মোট ২০০টি MCQ প্রশ্ন ছিল। প্রতিটি ঠিক উত্তরের জন্য ৪ নম্বর পেয়েছেন পরীক্ষার্থী এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা গিয়েছে। উত্তর না দিলে সেই প্রশ্নের জন্য কোনও নম্বর কাটা হয়নি।
আরও পড়ুন: এই ব্যাঙ্কে বিপুল নিয়োগ, আকর্ষণীয় বেতনের হাতছানি, শুরু আবেদন প্রক্রিয়া
Education Loan Information:
Calculate Education Loan EMI