NEET UG 2024: নিটের সিট কোথায় পড়েছে ? প্রকাশ্যে পরীক্ষার অ্যাডমিট- হলে ঢোকার আগে কী কী মাথায় রাখতে হবে ?
NEET UG 2024 Admit : এবারের নিট ইউজি ২০২৪ মূলত পেন-পেপার ফর্ম্যাটেই আয়োজিত হবে সারা দেশে। দেশের মোট ৫৭১টি শহরে সিট পড়েছে নিটের (NEET UG 2024)। এমনকী দেশের বাইরেও ১৪টি জায়গায় এই পরীক্ষার সিট পড়েছে।
NTA NEET: ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট অর্থাৎ নিট স্নাতক স্তরের পরীক্ষার অ্যাডমিট প্রকাশ করেছে এনটিএ (NTA)। neet.ntaonline.in ওয়েবসাইটে গেলেই সহজে এই পরীক্ষার (NEET UG 2024) অ্যাডমিট দেখতে পাওয়া যাবে এবং তা ডাউনলোডও করা যাবে। আগামী ৫ মে দুপুর ২টো থেকে সাড়ে ৫টা পর্যন্ত আয়োজিত হবে সর্বভারতীয় স্তরের এই নিট পরীক্ষা।
আবেদনকারী পরীক্ষার্থীর অ্যাপ্লিকেশন নম্বর, জন্মতারিখ ও অন্যান্য তথ্য দিয়ে খুব সহজেই পরীক্ষার্থীরা ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। এই অ্যাডমিট কার্ড আসলে পরীক্ষার হল টিকিট যেখানে জানা যায় কোথায় সিট পড়েছে পরীক্ষার।
কীভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট ?
neet.ntaonline.in অথবা নিট ইউজির (NEET UG 2024) অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে প্রথমেই।
হোমপেজেই দেখা যাবে নিট অ্যাডমিট কার্ড ২০২৪ বলে একটা ট্যাব রয়েছে। সেই ট্যাবে ক্লিক করতে হবে।
স্ক্রিনে ভেসে আসা সিকিউরিটি কোড বসিয়ে অ্যাপ্লিকেশন নম্বর, জন্মতারিখ ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই দেখা যাবে আপনার অ্যাডমিট।
অ্যাডমিট কার্ডে সব কিছু তথ্য ঠিক আছে কিনা, নামের বানান, জন্ম তারিখ, ছবি ঠিক আছে কিনা যাচাই করে নিতে হবে।
এরপর আপনার নিটের অ্যাডমিট ডাউনলোড করে তাঁর একটা প্রিন্ট আউট নিয়ে নিতে হবে।
এবারের নিট ইউজি ২০২৪ মূলত পেন-পেপার ফর্ম্যাটেই আয়োজিত হবে সারা দেশে। দেশের মোট ৫৭১টি শহরে সিট পড়েছে নিটের (NEET UG 2024)। এমনকী দেশের বাইরেও ১৪টি জায়গায় এই পরীক্ষার সিট পড়েছে। তামিল, মালয়ালম, উর্দু, বাংলা, ওড়িয়া, কন্নড়, পঞ্জাবি, হিন্দি, অসমীয়া এবং মারাঠি ও তেলুগু ভাষায় আয়োজিত হবে এই পরীক্ষা।
এই পরীক্ষায় মোট ২০০টি প্রশ্ন থাকবে যার মধ্যে ১৮০টি উত্তর করতে হবে যার মোট নম্বর ৭২০। সব প্রশ্ন হবে MCQ ফর্ম্যাটে। পদার্থবিদ্যা ও রসায়ন থেকে থাকবে ৪৫টি প্রশ্ন এবং জীববিদ্যা থেকে আসবে ৯০টি প্রশ্ন। ৩ ঘণ্টা ২০ মিনিটের এই পরীক্ষায় (NEET UG 2024) সেকশন এ-তে থাকবে ৩৫টি প্রশ্ন এবং সেকশন বি-তে থাকবে ১৫টি প্রশ্ন। প্রার্থীদের যে কোনও ১০টি প্রশ্ন বেছে নিয়ে উত্তর করতে হবে।
পরীক্ষার হলে কী কী জিনিস নিয়ে যেতে হবে
নিজের অ্যাডমিট কার্ড, একটা পাসপোর্ট মাপের ছবি, অরিজিনাল আইডি প্রুফ, বিশেষভাবে সক্ষম হলে তাঁর অরিজিনাল পিডব্লিউডি সার্টিফিকেট ইত্যাদি অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে পরীক্ষার সময়।
কী কী জিনিস নিয়ে যেতে বাধা
নিটে বসার সময় প্রার্থী যদি নিজের সঙ্গে জিওমেট্রি বা পেন্সিল বক্স, হাতব্যাগ বা পার্স রাখেন, তাতে সমস্যা হবে। এমনকী কোনওরকমক কাগজ নিজের কাছে রাখা যাবে না। খাবার জিনিস, মোবাইল ফোন সঙ্গে রাখা যাবে না পরীক্ষার কেন্দ্রে।
Education Loan Information:
Calculate Education Loan EMI