NEET UG 2025 Result: খুন হয়েছিলেন বাবা, হাজার প্রতিকূলতাতেও হার মানেননি মেয়ে, NEET- এ এল সাফল্য
NEET UG 2025: NEET UG 2025 পরীক্ষায় সারা ভারতে প্রথম হয়েছেন রাজস্থানের মহেশ কুমার। তার অল ইন্ডিয়া র্যাঙ্ক ১ (AIR 1) এবং পার্সেন্টাইল স্কোর ৯৯.৯৯৯৯৫৪৭.

NEET UG 2025 Result: সদ্য প্রকাশ হয়েছে NEET UG 2025- এর রেজাল্ট। আর সেখানেই দুর্দান্ত ফল করেছেন বৈভবী দেশমুখ। তাঁর প্রশংসায় পঞ্চমুখ খোদ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। এক্স মাধ্যমে তিনি জানিয়েওছেন সেই কথা। অজিত পাওয়ার নিজের এক্স পোস্টে লিখেছেন, বৈভবীর সাফল্য শুধু নম্বর দিয়ে পরিমাপ করা সম্ভব নয়। কিন্তু কেন অন্যদের থেকে আলাদা বৈভবীর সাফল্য? খুন হয়েছিল বৈভবীর বাবা। তারপর থেকে নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে কেটেছে তাঁর জীবন। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হননি তিনি। ফোকাস বজায় রেখে মন দিয়ে পরিশ্রম করে পড়াশোনা চালিয়ে গিয়েছেন। আর তারই ফল পাওয়া গিয়েছে NEET UG 2025- এর রেজাল্টে।
बारावी परीक्षेनंतर कु. वैभवी संतोष देशमुख हिने मेडिकलसाठी महत्त्वपूर्ण असलेल्या NEET सारख्या कठीण परीक्षेत मिळवलेलं घवघवीत यश केवळ शैक्षणिक कामगिरी नाही, तर संकटांशी दोन हात करत ध्येयाला भिडण्याची शिकवण आहे. जी नव्या पिढीसाठी प्रेरणादायी ठरेल.
— Ajit Pawar (@AjitPawarSpeaks) June 15, 2025
वैभवी, तुझं यश केवळ गुणांच्या रूपात… pic.twitter.com/HOGaec1gj5
গত বছর ৯ ডিসেম্বর খুন হন বৈভবীর বাবা সন্তোষ দেশমুখ। তিনি ছিলেন মহারাষ্ট্রের বিড়- এর পঞ্চায়েত প্রধান। নৃশংস ভাবে খুন করা হয় তাঁকে। সংবাদ শিরোনামে উঠে আসে এই নারকীয় হত্যাকাণ্ডের কথা। বাবার এ হেন মর্মান্তিক পরিণতির পরেও ভেঙে পড়েননি বৈভবী। নিষ্ঠা বজায় রেখেছিলেন পড়াশোনার প্রতি। তাঁর অধ্যাবসায় তাঁকে নিরাশ করেনি। সাফল্য এনে দিয়েছে। অজিত পাওয়ার তাঁর এক্স পোস্টে লিখেছেন, বৈভবীর জয় শুধুমাত্র শিক্ষাগত প্রাপ্তি নয়, তার থেকে অনেক বেশি, চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার পাঠ দেয় এই সাফল্য। তিনি আরও বলেছেন যে, বৈভবীর সাফল্য নিঃসন্দেহে এই প্রজন্মকে অনুপ্রেরণা দেবে। হাজার প্রতিকূলতার মধ্যেও যে নিজের সংকল্পে অটল থাকা যায়, সেই শিক্ষাই নিজের সাফল্যের মাধ্যমে সকলকে দিয়েছেন বৈভবী। শত খারাপ পরিস্থিতিতেও বৈভবী যে দমে যাননি, হার মানেননি, এর জন্য তাঁকে কুর্নিশ জানাতেই হয়।
NEET UG 2025 পরীক্ষায় সারা ভারতে প্রথম হয়েছেন রাজস্থানের মহেশ কুমার। তার অল ইন্ডিয়া র্যাঙ্ক ১ (AIR 1) এবং পার্সেন্টাইল স্কোর ৯৯.৯৯৯৯৫৪৭. অন্যদিকে মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন দিল্লি (এনসিটি)- র অভিকা আগরওয়াল। তাঁর অল ইন্ডিয়া র্যাঙ্ক ৫ (AIR 5) এবং পার্সেন্টাইল স্কোর ৯৯.৯৯৯৬৮৩২. অল ইন্ডিয়া র্যাঙ্কে দ্বিতীয় স্থানে রয়েছেন মধ্যপ্রদেশের উৎকর্ষ আওয়াধিয়া এবং তৃতীয় স্থানে রয়েছেন মহারাষ্ট্রের কৃষাঙ্গ যোশী। NEET UG 2025 পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সাহায্যে প্রার্থীরা ভর্তি হতে পারবেন এমবিবিএস, বিডিএস, বিএসসি (অনার্স) নার্সিং এবং ভেটেনারি কোর্সে। এছাড়াও AYUSH প্রোগ্রামের অন্তর্গত (BAMS, BUMS, BSMS, BHMS)- এইসব কোর্সেও ভর্তি হওয়া যাবে NEET UG 2025 পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সাহায্যেই।
Education Loan Information:
Calculate Education Loan EMI






















